সামনে এল Maruti Suzuki-এর প্রথম ইলেকট্রিক কার EVX, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 550KM রেঞ্জ, জেনে নিন বিস্তারিত

অবশেষে অটো এক্সপো 2023 এর মঞ্চে Maruti eVX Electric SUV পেশ করা হয়েছে। মারুতি সুজুকি এই ইলেকট্রিক কারটি কনসেপ্ট মডেল হিসাবে পেশ করেছে। কোম্পানির এই নতুন ইলেকট্রিক কারটি একটি মাঝারি মাপের ইলেকট্রিক এসইউভি। এই ইলেকট্রিক এসইউভিতে 60kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যা একবার ফুল চার্জে 550 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। নিচে এই গাড়িটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: PUBG Mobile গেমে প্লেয়াররা পাবেন Bruce Lee-এর ক্ষমতা, এক ঘুষিতেই শত্রু কেল্লা ফতে

Maruti Suzuki-এর প্রথম ইলেকট্রিক কার

প্রথমেই বলে রাখি এটি মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক কার। এর আগে কোম্পানি কোনো ইলেকট্রিক কার মার্কেটে পেশ করেনি। কোম্পানি তাদের EVX গাড়িটি 2025 সালে বাজারে পেশ করবে বলে জানা গেছে। বর্তমানে আপাতত এটি একটি কনসেপ্ট কার।

ডিজাইন

এই নতুন ইলেকট্রিক এসইউভিটি অনেকটা Maruti Baleno এর মতো দেখতে। গাড়িটির বাইরের দিক কার্ভি ডিজাইনের তৈরি করা হয়েছে। এতে এসইউভি ডিজাইন ব্যাবহার করা হয়েছে। এতে এয়ারোডায়নামিক সিলহুট, লম্বা হুইলবেস, ছোট ওভারহ্যাংস এবং হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। কোম্পানি জানিয়েছে এই গাড়ি 4.3 মিটার লম্বা। আরও পড়ুন: 521KM রেঞ্জসহ লঞ্চ হল BYD Atto 3 ইলেকট্রিক SUV মাত্র 50 হাজার টাকা দিয়ে করা যাবে বুক

ছবি দেখলে বোঝা যায় এই গাড়ির সামনে কোনো গ্রিল নেই। এছাড়া গাড়িটির হেডলাইট এবং ডিআরএল সম্পূর্ণভাবে LED দিয়ে তৈরি। এই গাড়ির সাইডে ওআরভিএমের জায়গায় ক্যামেরা রয়েছে। এতে দরজা খোলার জন্য ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল যোগ করা হয়েছে। তবে জানিয়ে রাখি যেহেতু এটি একটি কনসেপ্ট কার তাই প্রোডাকশন স্টেজ পর্যন্ত এতে আরও কিছু ফেরবদল করার সম্ভাবনাই বেশি।

Maruti Electric SUV eVX এর টপ ফিচার

প্ল্যাটফর্ম: নতুন ডেডিকেটেড EV প্ল্যাটফর্ম
ব্যাটারি: 60kWh ব্যাটারি প্যাক
ড্রাইভিং রেঞ্জ: 550km পর্যন্ত

নোট: বর্তমানে এই গাড়িটির দাম এবং সেল সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here