বর্তমানে ভারতে OTT প্ল্যাটফর্মের চাহিদা ধীরে ধীরে বেড়ে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে Netflix, Amazon Prime Video, Disney+Hotstar VIP, MX player, ZEE5, SonyLIV ছাড়াও আরও অনেক ওটিটি প্ল্যাটফর্ম বিপুল জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। এইসব প্ল্যাটফর্মে প্রতি মাসে অজস্র ফিল্ম ও ওয়েব সিরিজ পেশ করা হয় এবং কোটি কোটি মানুষ এইসব শো দেখে। কিন্তু MX Player ও এই ধরনের কিছু প্ল্যাটফর্ম ছাড়া বাকি সব ক্ষেত্রেই শো উপভোগ করার জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে মান্থলি বা বার্ষিক সাবস্ক্রিপশন নিতে হয়। আজ আমরা এমন উপায় সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার সাহায্যে বিনামূল্যে Amazon Prime Video তে রিলিজ হওয়া শো দেখা যাবে।
ফ্রিতে দেখুন Amazon Prime Video
ভারতের বেশিরভাগ ইউজার কোনো অতিরিক্ত খরচ ছাড়া ওটিটি অ্যাপগুলির ফিল্ম ও ওয়েব সিরিজ বিনামূল্যে দেখতে চান। অনেকেই কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের শো ডাউনলোড করে দেখেন। কিন্তু আমরা কখনোই পাইরেসিকে সমর্থন করি না, তাই আজ আপনাদের জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার এমন কিছু প্ল্যান সম্পর্কে জানাব যেগুলি রিচার্জ করে বিনা খরচায় Amazon Prime Video এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।
দিতে হবে না অতিরিক্ত দাম
এইসব প্ল্যানগুলির মাধ্যমে ভয়েস কল ও ইন্টারনেট ডেটার পাশাপাশি Amazon Prime Video তে রিলিজ হওয়া অজস্র ওয়েব সিরিজ ও ফিল্ম উপভোগ করা যাবে। বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে বড় তিনটি টেলিকম কোম্পানির এইসব প্ল্যানগুলি সম্পর্কে।
Amazon Prime Video মেম্বারশিপ সহ বেস্ট Jio প্ল্যান
রিলায়েন্স জিওর শুধুমাত্র কিছু বাছাই করা পোস্টপেইড প্ল্যানের সঙ্গে Amazon Prime Video এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া কোম্পানির অন্যান্য কিছু প্ল্যানে অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়। নিচে দেওয়া জিও প্ল্যানগুলির সঙ্গে ফ্রি ভয়েস কল, এসএমএস ও ডেটাও দেওয়া হয়।
JIO PLANS WITH FREE PRIME MEMBERSHIP | BENEFITS | VALIDITY |
Rs 399 Jio Postpaid Plus |
|
30 days |
Rs 599 |
|
30 days |
Rs 799 Jio Postpaid Plus |
|
30 days |
Rs 899 Jio Postpaid Plus |
|
30 days |
Rs 1,499 Jio Postpaid Plus |
|
30 days |
Amazon Prime Video মেম্বারশিপ সহ বেস্ট Airtel প্ল্যান
আমাজন প্রাইম মেম্বারশিপ সহ এয়ারটেলের প্রিপেইড প্ল্যানের দাম 349 টাকা এবং পোস্টপেইড প্ল্যানের দাম 499 টাকা থেকে শুরু। এইসব প্ল্যানে ফ্রি ভয়েস কল, এসএমএস ও ডেটার সুবিধাও পাওয়া যায়। আমাজন প্রাইম মেম্বারশিপ ছাড়া এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হয়। জানিয়ে রাখি Amazon Prime Video মোবাইল অনলি ভার্সনের দাম 129 টাকা প্ল্যানের সঙ্গে শুরু। এই প্ল্যানটি এয়ারটেল প্রিপেইড মোবাইল নাম্বারে শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। তাই যদি আগে কখনও এই প্ল্যানটি ব্যবহার না করে থাকেন তবে দ্য ফ্যামিলী ম্যান 2 মাত্র 129 টাকার রিচার্জের বিনিময়ে উপভোগ করা যাবে।
AIRTEL PLANS WITH FREE PRIME MEMBERSHIP | BENEFITS | VALIDITY |
Rs 349 prepaid pack |
|
28 days |
Rs 499 postpaid plan |
|
30 days |
Rs 749 postpaid plan |
|
30 days |
Rs 999 postpaid recharge |
|
30 days |
Rs 1,599 postpaid recharge |
|
30 days |
Amazon Prime Video মেম্বারশিপ সহ বেস্ট Vi প্ল্যান
জিওর মতোই ভোডাফোন আইডিয়াও তাদের গ্ৰাহকদের শুধুমাত্র পোস্টপেইড প্ল্যানের সঙ্গে আমাজন প্রাইম ভিডিওর মেম্বারশিপ দেয়। এইসব প্ল্যানে ভয়েস কল, ডেটা, এসএমএসের পাশাপাশি ZEE5 এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
VI PLANS WITH FREE PRIME MEMBERSHIP | BENEFITS | VALIDITY |
Rs 499 Vi postpaid recharge plan |
|
30 days |
Rs 699 Vi postpaid recharge plan |
|
30 days |
Rs 1,099 Vi postpaid recharge plan |
|
30 days |
Amazon Prime Video মেম্বারশিপের ভ্যালিডিটি
আমাজন প্রাইম ভিডিও মোবাইলের ভ্যালিডিটি মাত্র 30 দিন, অথচ এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার প্ল্যানের সঙ্গে বিনামূল্যে পাওয়া সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি এক বছর। এরপর এটি ইন হাউস কভার করা হবে না।
কিভাবে অ্যাক্টিভেট করবেন Jio, Airtel ও Vi এর সঙ্গে পাওয়া Amazon Prime membership
টেলিকম প্রোভাইডার কোম্পানি এইসব প্ল্যানগুলি রিচার্জ করলে ফ্রি Amazon Prime মেম্বারশিপ অ্যাক্টিভেট করার লিঙ্ক এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেবে। এছাড়া এয়ারটেল থ্যাঙ্কস, মাই জিও ও ভিআই অ্যাপ থেকেও এটি অ্যাক্টিভেট করা যায়। উভয় ক্ষেত্রেই মেম্বারশিপ অ্যাক্টিভেট করার জন্য নিজের মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন