IPL 2023-এ আলোড়ন তৈরি করেছে রবি কিষানের ভোজপুরি ধারাভাষ্য, জেনে নিন ফ্রিতে দেখার উপায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2023 শুরু হয়েছে। এবার IPL এ বেশ কিছু নতুন চমক দেখা যাচ্ছে, যার মধ্যে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য অন্যতম। এই ভাষ্য অন্য কেউ নয় বরং গোরখপুরের সাংসদ এবং ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার রবি কিষান নিজেই করছেন। ধারাভাষ্যে ব্যবহৃত কথাগুলো সবাই অনেক পছন্দ করছে। আপনি যদি ভোজপুরি ভাষায় Jio সিনেমাতে IPL দেখতে চান, তাহলে জেনে নিন ল্যাপটপ এবং ফোনে ভোজপুরি ভাষায় IPL ম্যাচগুলি দেখার পদ্ধতি। আরও পড়ুন: ভোজপুরি কমেন্ট্রির দৌলতে আইপিএল ম্যাচে দ্বিগুণ উৎসাহী সাধারণ মানুষ, ভাইরাল হচ্ছে ভিডিও

IPL এ চাঞ্চল্য তৈরি করেছে রবি কিষানের ভাষ্য

এবার IPL ম্যাচ 12টি ভাষায় স্ট্রিম করা হচ্ছে, তবে ভোজপুরি ভাষায় রবি কিষানের ধারাভাষ্য দর্শকদের কাছে বেশ সাড়া পাচ্ছে। শুধু ভোজপুরি ভাষী শ্রোতাই নয় হিন্দি শ্রোতারাও তার ভাষ্য প্রবল উৎসাহে দেখছেন। আসলে ম্যাচ চলাকালীন দর্শকদরা ভোজপুরির অশ্লীল ভাষা অর্থাৎ, “ই কা হো, মুহ ফোদবা কা…? থেকে শুরু করে গর্দা মাচা দেহলে বাতে। শুনে খুব মজা পেয়েছেন।

রবি কিষান (@RAVIKISHANN) দ্বারা শেয়ার করা একটি পোস্ট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে রবি কিষাণ লিখেছেন, “জিন্দেগি ঝান্ড বা, অর পেহলি বার হুয়ে #iplbhojpuri কা ঘামন্ড বা!!!! আপনারা সবাই আমাকে এত ভালোবাসা এবং ভোজপুরি ভাষাকে এত সম্মান, এই জন্য আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ।” আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল Vivo Y02A স্মার্টফোন, স্টাইলিশ লুকসহ পাবেন 5,000mAh ব্যাটারি, জেনে নিন দাম

রবি কিষান (@RAVIKISHANN) দ্বারা শেয়ার করা একটি পোস্ট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে রবি কিষাণ লিখেছেন, “জিন্দেগি ঝান্ড বা, অর পেহলি বার হুয়ে #iplbhojpuri কা ঘামন্ড বা!!!! আপনারা সবাই আমাকে এত ভালোবাসা এবং ভোজপুরি ভাষাকে এত সম্মান, এই জন্য আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ।” আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল Vivo Y02A স্মার্টফোন, স্টাইলিশ লুকসহ পাবেন 5,000mAh ব্যাটারি, জেনে নিন দাম

ভোজপুরি ভাষায় IPL দেখার পদ্ধতি

টিভি, ল্যাপটপ এবং মোবাইলে IPL Jio সিনেমায় স্ট্রিম করা যাবে। এর জন্য দর্শকদের প্রথমে যেকোনো টেলিকম কোম্পানির মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাপে লগইন করতে হবে। লগইন করার পরে, আপনি আপনার অ্যাপের হোমে যাওয়ার সাথে সাথে লাইভ ম্যাচ বা পুরানো ম্যাচগুলির প্রিভিউ দেখতে পাবেন। ম্যাচটি দেখার জন্য ক্লিক করার পাশাপাশি, আপনি কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনের নীচে ভাষা পরিবর্তন করার অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করে আপনি সহজেই ভোজপুরি ভাষা সিলেক্ট করতে পারবেন।

এছাড়াও আপনি অ্যাপের উপরে অডিও পরিবর্তন করার অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আপনি ষষ্ঠ নম্বরে ভোজপুরি ভাষার অপশন পাবেন। সেখান থেকেও আপনি আপনার অডিও অপশন পরিবর্তন করতে পারবেন। আরও পড়ুন: 7,999 টাকায় সেল হবে Nokia C12 Plus স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ভোজপুরি কমেন্ট্রির দেখে টুইটারে মিমের বন্যা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here