লো বাজেটে লঞ্চ হল Vivo Y02A স্মার্টফোন, স্টাইলিশ লুকসহ পাবেন 5,000mAh ব্যাটারি, জেনে নিন দাম

Highlights

  • বাংলাদেশে লঞ্চ হয়েছে Vivo Y02A স্মার্টফোন।
  • এই ফোনটি MediaTek Helio P35 এ রান করে।
  • এর স্পেসিফিকেশন ভারতে উপস্থিত Vivo Y02-এর মতোই।

Vivo Y02A ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে লঞ্চ হয়েছে। কোম্পানি গত বছর ডিসেম্বরে ভারতীয় মার্কেটে Vivo Y02 ফোনটি লঞ্চ করেছিল।এবার বাংলাদেশে Y02A নামে ফোনটির দ্বিতীয় ভার্সন আনা হয়েছে। এটি 3GB RAM, MediaTek Helio P35 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশনসহ একটি লো বাজেট ডিভাইস। এই পোস্টে আপনাদের এই নতুন Vivo ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 7,999 টাকায় সেল হবে Nokia C12 Plus স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Vivo Y02A শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 3GB RAM সহ 32GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম BDT12,499 অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী 9,600 টাকার কাছাকাছি। এই Vivo ফোনটি Orchid Blue এবং Cosmic Grey কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যা বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে সেলের জন্য পাওয়া যাবে।

Vivo Y02A এর স্পেসিফিকেশন

  • 6.51″ HD+ ডিসপ্লে
  • 3GB RAM + 32GB ROM
  • MediaTek Dimensity P35
  • 8MP রেয়ার ক্যামেরা
  • 5MP সেলফি সেন্সর
  • 5,000mAh ব্যাটারি

Vivo Y02A ফোনটি 1600×720 পিক্সেল রেজলিউশনসহ 6.51-ইঞ্চি বড় HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে নির্মিত যা 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লের উপরে ‘U’ শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস। আরও পড়ুন: 5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Vivo Y11 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo Y02A ফোনটি Android 12 Go এডিশনে Funtouch OS 12 এর সাথে লঞ্চ হয়েছে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek Helio P35 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি বাংলাদেশে 3GB RAM সহ লঞ্চ হয়েছে যা 32GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। Android 12 Go এডিশনে লঞ্চ হওয়ায় এই ফোনে Google Go অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে, যা কম র‌্যামেও সহজে চলে।

ফটোগ্রাফির জন্য Vivo Y02A ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সাথে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেলের সিঙ্গেল ব্যাক ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই Vivo ফোনের ডায়মেনশন হল 163.99 × 75.63 × 8.49 mm এবং ওজন 186 গ্রাম। আরও পড়ুন: ফ্রিতে IPL 2023 দেখিয়েও প্রচুর লাভ হবে আম্বানির! জেনে নিন ডিটেইল

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here