এইচটিসির নতুন অত‍্যাধুনিক 6 জিবি র‍্যম‌ওয়ালা স্মার্টফোন ইউ12 লঞ্চ করবে 23শে মে

কিছু দিন আগে শোনা গেছে টেক কোম্পানি এইচটিসি তাদের নতুন স্মার্টফোন ইউ12 নিয়ে কাজ করছে এবং ফোনটি এতটাই আধুনিক হবে যে অ্যাপেল আইফোন 10-কেও ছাড়িয়ে যাবে। কোম্পানি ঘোষণা করে দিয়েছে মে মাসের 23 তারিখ ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে।

জিবি র‍্যাম ওয়ালা অনার 10 এই মাসেই ভারতে লঞ্চ হবে, এক্সক্লুসিভ সেল চলবে ফ্লিপকার্টে

এইচটিসি তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে একটি ফোটো শেয়ার করে যাতে 23.05.2018 তারিখটি লেখা আছে। সাথে লেখা আছে “কামিং সুন, এ ফোন দ‍্যাট ইজ মোর দ‍্যান দ‍্যা সাম অফ ইটস স্পেক্স”। কোম্পানি অবশ্য পোস্টে কোথাও ফোনের নাম উল্লেখ করেনি, এটুকু আন্দাজ করা যেতে পারে এটিই কোম্পানির পরবর্তী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন এইচটিসি ইউ12।

কোম্পানির তরফ থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে ইন্টারনেটে ভাইরাল হ‌ওয়া কিছু লিক থেকে জানা গেছে কিউএইচডি+ রেজল্যুশন সাপোর্টেড সহ 6 ইঞ্চির সুপার এল‌সিডি বেজল লেস ডিসপ্লে সহ লঞ্চ হবে। ফোনটি এইচটিসি সেন্স ইউআই সহ অ্যান্ড্রয়েড 8.0 অরিও ভার্সন ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট রান করবে।

লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও 16 এমপি ক‍্যামেরাসহ ভিভো ওয়াই75এস

লিক হ‌ওয়া তথ‍্য অনুসারে ফোনটিতে 6 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। ফোটোগ্রাফির জন‍্য ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন‍্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরার আশা করা যায়। শোনা যাচ্ছে ফোনটি আইপি68 রেটিড হবে ও এজসেন্স 2.0 টেকনিকে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী ফোনটির ভারতীয় দাম হতে পারে 57,300 টাকা। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দামের জন‍্য 23শে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here