লো বাজেট সেগমেন্টে এইচটিসির নতুন প্রয়াস, লঞ্চ করল কম দামের HTC Wildfire E2 Plus, দেখে নিন এই ফোনে‌র সমস্ত স্পেসিফিকেশন

HTC স্মার্টফোন গুলি নিজের বিল্ড কোয়ালিটি‌র জন্য অধিক পরিচিত। কিন্তু বিগত কিছু সময় যাবৎ এই কোম্পানির স্মার্টফোন গুলিকে মার্কেটে অতটা অ্যাক্টিভ দেখা যায়নি এবং কিছু নির্দিষ্ট স্মার্টফোন‌ই লঞ্চ করেছে কোম্পানি। কোম্পানি গত বছর HTC Wildfire E2 স্মার্টফোনটিকে পেশ করেছিল যার আপগ্রেডেড ভার্সনটিকে আজকে HTC Wildfire E2 Plus নামের সাথে টেক মার্কেটে লঞ্চ করা হয়েছে। এটি একটি লো বাজেট স্মার্টফোন, যা অসাধারণ লুক এবং শক্তিশালী ফিচার ও স্পেসিফিকেশন্স যুক্ত স্মার্টফোন।

আরও পড়ুন: 4GB RAM যুক্ত সস্তা স্মার্টফোন OPPO A15s এর দামে পাওয়া যাচ্ছে 500 টাকার আকর্ষণীয় ডিসকাউন্ট

HTC Wildfire E2 Plus এর স্পেসিফিকেশন্স

এইচটিসি ওয়াইল্ডফায়ার ই2 প্লাসের ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই মোবাইল ফোনটিকে 6.8-ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্ক্রিন আইপিএস এলসিডি প‍্যানেলে তৈরি যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এইচটিসির এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স ওএসে লঞ্চ হয়েছে, যা অক্টাকোর প্রসেসর সহ Unisoc Tiger T610 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য HTC Wildfire E2 Plus স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেন্সর দেওয়া আছে, এর সাথেই 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া আছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন‍্য এই ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

আরও পড়ুন: Airtel এবং Jio কে মুশকিলে ফেলার জন্য Vi লঞ্চ করল 140GB ডেটা এবং ফ্রি কলিং সহ 3টি নতুন Recharge Plan

HTC Wildfire E2 Plus একটি ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ এই ফোনে 3.5 মিমি জ‍্যাক‌ও দেওয়া হয়েছে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, আবার এর সাথেই এইচটিসি ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য এই স্মার্টফোনে 4,600 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারি দেওয়া হয়েছে।

HTC Wildfire E2 Plus এর দাম

এইচটিসি আপাতত এই ফোনটিকে রাশিয়ান মার্কেটে পেশ করেছে, যা কোম্পানি আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য বাজারেও লঞ্চ করতে পারে। রাশিয়াতে HTC Wildfire E2 Plus স্মার্টফোনটিকে 4 জিবি র‍্যাম মেমোরিতে লঞ্চ করা হয়েছে যা 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটির দাম RUB 12,990, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 13,500 টাকা। টেক মার্কেটে এই ফোনটিকে ব্ল‍্যাক কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here