স‍্যামসাংকে টক্কর দিতে হুয়াই আনতে চলেছে 5জি ফোল্ডেবল ফোন, সামনে এল 3ডি ইমেজ

ফোল্ডেবল ফোন লঞ্চের দৌড়ে চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি হুয়াইও পিছিয়ে নেই। কোম্পানি আগামী মাসে বার্সেলোনায় আয়োজিত এমডব্লিউসি ইভেন্টের মঞ্চে তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পস্ততি নিচ্ছে। এটি একটি 5জি ফোল্ডেবল স্মার্টফোন হবে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এক সঙ্গে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে। লেটসগোডিজিটাল হুয়াইয়ের ফোল্ডেবল ফোনের 3ডি রেন্ডার জারি করেছে, ইমছজ থেকে ফোনটির লুক সম্পর্কে ধারণা করা যায়।

মোবাইল ফোন থেকে বেরানো তরঙ্গ অত্যন্ত ক্ষতিকর, জেনে নিন কিভাবে জানবেন আপনার ফোন থেকে বেরানো রেডিয়েশন পাওয়ার

প্রসঙ্গত এই রেন্ডার সম্পূর্ণ ভাবে পেটেন্ট করা এবং আগামী দিনে ফোনটিতে কিছু পরিবর্তন করা হতে পারে। এর মধ্যে কিছু পেটেন্ট ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে পাওয়া গেছে এবং এই রেন্ডার শুধু সেই তথ‍্য‌ই দেখায়। হুয়াই বাইরের ডিসপ্লের ওপর কাজ করছে। এছাড়া এই 3ডি ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন দেখানো হয়েছে।

প্রসঙ্গত কিছু দিন আগে হুয়াইয়ের কনজিউমার বিজনেস গ্ৰুপের সিইও রিচার্ড ইউ বলেছেন “আমরা ফেব্রুয়ারিতে বার্সেলোনায় বিশ্বের প্রথম ফোল্ডেবল স্ক্রিনযুক্ত 5জি স্মার্টফোন লঞ্চ করব।” আশা করা হচ্ছে এই ফোনে কিরীন 980 চিপসেট দেওয়া হবে। এটি কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন হবে।

4 জিবি র‍্যাম ও ওয়াটরড্রপ নচযুক্ত রিয়েলমি ইউ1 এর দাম কমল 1,500 টাকা

হুয়াই ছাড়া শাওমি ও স‍্যামসাংও ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এলজি ও ওপ্পোর ফোনের তথ‍্য‌ও জানা গেছে। এসব দেখে মনে হচ্ছে এই বছর হয়তো সব কোম্পানিই ফোল্ডেবল ফোন লঞ্চ করবে।

দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি স‍্যামসাং 20 ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে একটি ইভেন্টের আয়োজন করেছে। শোনা যাচ্ছে এই ইভেন্টের মঞ্চেই গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10 লাইট ও গ‍্যালাক্সি এস10 প্লাসের সঙ্গেই স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন টেক জগতে লঞ্চ হতে পারে। স‍্যামসাঙের এই আগামী ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে এর আগে একাধিক লিক বেরিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here