4 জিবি র‍্যাম ও ওয়াটরড্রপ নচযুক্ত রিয়েলমি ইউ1 এর দাম কমল 1,500 টাকা

টেক কোম্পানি রিয়েলমি ফ‍্যানদের কথা মাথায় রেখে তাদের স্মার্টফোনের ওপর ডিসকাউন্ট দেওয়া শুরু করেছে। কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি 2 প্রো ও রিয়েলমি ইউ1 এর দামে 1,000 টাকা ও রিয়েলমি সি1 এ 500 টাকার ছাড় দিয়ে সেল করা হয়েছে। এই অফারটি তিন দিনের জন্য ছিল। এবার কোম্পানি ইউজারদের উপহারস্বরূপ কোম্পানির সস্তা স্মার্টফোন রিয়েলমি ইউ1 এর দাম আরও সস্তা করে দিয়েছে। কোম্পানি রিয়েলমি ইউ1 এর দামে 1,500 টাকার প্রাইস কাট ঘোষণা করেছে।

5জির থেকে এক কদম এগিয়ে এলজি শুরু করল 6জির প্রস্তুতি

রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি ইউ1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে সরাসরি 1,500 টাকার প্রাইস কাট করা হয়েছে। দাম কমার পর 14,999 টাকা দামের রিয়েলমি ইউ1 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,499 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে কোম্পানি রিয়েলমি ইউ1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম‌ও 1,000 টাকা কমিয়ে দিয়েছে। প্রাইস কাটের পর রিয়েলমি ইউ1 এর এই ভেরিয়েন্টটি 11,999 টাকার বদলে 10,999 টাকা দামে কেনা যাবে।

রিয়েলমি ইউ1 এর ফিচার্স এবং স্পেশিফিকেশনের কথা বললে প্রথমেই বলতে হয় ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার উপরের দিকে “ইউ” শেপের ডিউড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনটি 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে যা 2.5 ডি কার্ভড গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনের নচে সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমি ইউ1 অ্যাম্বিশিয়স ব্ল‍্যাক, ব্রেভ ব্লু আর ফেইরি গোল্ড কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

শাওমিকে পেছনে ফেলে জিও এখন দেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি, ওপ্পো-ভিভো অনেক পিছিয়ে

নিজের স্মার্টফোনকে রিয়েলমি কালার ওএস 5.2 অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনটি 2.1 গিগাহার্টসের ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের সবথেকে নতুন চিপসেট হেলিও পি70 তে রান করে। এই ফোনে গ্রাফিক্সের জন‍্য এআরএম জি72 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনের দুইটি ভেরিয়েন্টেই স্টোরেজ মেমরি কার্ডের সাহায্যে 256 জিবি পযর্ন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফি সেন্সারের কথা হলে রিয়েলমি ইউ1 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এলইডি ফ্ল‍্যাশের সাথে এফ/2.2 আপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি আর এফ/2.4 আপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সার দেওয়া আছে। আবার সেল্ফির জন‍্য এই ফোনে এফ/2.0 আপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের দুইটি ক‍্যামেরা সেটাপেই বোকে এফেক্ট সাপোর্ট করে।

রিয়েলমি ইউ1 ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। ফোনে বেসিক কানেক্টিভিটিফিচারেরর সাথে সিকিউরিটির জন্য রেয়ার প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক টেকনিকও সাপোর্ট করে। এতে পাওয়ার ব‍্যাকআপের জন‍্য ওটিজি সাপোর্টৈর সাথে 3,500 এমএএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here