40 এমপি + 20 এমপি + 8 এমপি রেয়ার ক‍্যামেরাওয়ালা হুয়াই মেট 20 প্রো 27শে নভেম্বর হবে ভারতে লঞ্চ

হুয়াই মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়েছে কোম্পানি আগামী 27শে নভেম্বর ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের মেট 20 সিরিজ ভারতে আনবে। প্রসঙ্গত হুয়াই ইন্ডিয়ার ওয়েবসাইটে মেট 20 এর প্রোডাক্ট পেজ আগেই বানানো হয়েছে। এই প্রোডাক্ট পেজে কোম্পানির নতুন স্মার্টফোন হুয়াই মেট 20 প্রো 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত বলা হয়েছে। এর থেকেই বোঝা যায় কোম্পানি ভারতে মেট 20 প্রোর 6জিবি র‍্যাম ভেরিয়েন্ট আনার প্রস্তুতি করছে।

5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ হল মোটো জেড4, এতে আছে বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট

হুয়াই মেট 20 প্রোতে তিনটি রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 40 মেগাপিক্সেল + 20 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এতে লেইকা লেন্সযুক্ত করেছে যা উন্নত পিকচার কোয়ালিটির জন্য প্রসিদ্ধ। এটি 3এক্স পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। ক‍্যামেরার সঙ্গে ওআইএস ও ইআইএস সাপোর্ট‌ও পাওয়া যাবে। এতে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে যা এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। এই ফ্রন্ট ক‍্যামেরা ফেস রেকগনেশন ফিচারযুক্ত।

এর সঙ্গে এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার সাপোর্ট করবে যা 10 লেবেল ডায়নামিক প্রেশার সেন্সেটিভ ও কোম্পানির দাবি অনুযায়ী এটি প্রায় 30 শতাংশ ফাস্ট। হুয়াই মেট 20 প্রোতে 6.39 ইঞ্চির ওএল‌ইডি স্ক্রিন দেওয়া হয়েছে যা 1440 × 3110 পিক্সেল রেজলিউশনযুক্ত কোয়াড এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও 87 শতাংশ ও এটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত। হুয়াই মেট 20 প্রোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ইমোশন ইউআই 9.0 যুক্ত। হুয়াই মেট 20 প্রো কিরীন 980 চিপসেটে কাজ করে এবং এটি হুয়াইয়ের সবচেয়ে নতুন ও ফাস্ট চিপসেট।

রিয়েলমির সিইও করল ভুল, লঞ্চের আগেই বেরিয়ে গেল রিয়েলমি ইউ1 এর লুক

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,200 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী এটি 30 মিনিটে 70 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। হুয়াই মেট 20 প্রো আন্তর্জাতিক মঞ্চে 899 পাউন্ড দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এর দাম প্রায় 76,000 টাকা। কোম্পানি তাদের মেট 20 সিরিজে মেট 20 প্রো ফোনটির সঙ্গে আর কোন স্মার্টফোন মডেল ও ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করবে তা জানতে 27শে নভেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here