রিয়েলমির সিইও করল ভুল, লঞ্চের আগেই বেরিয়ে গেল রিয়েলমি ইউ1 এর লুক

91মোবাইলস গত সপ্তাহে একটি খবর পেশ করে যেখানে বলা হয় স্মার্টফোন ব্র‍্যান্ড রিয়েলমি একদম নতুন একটি স্মার্টফোন সিরিজের ওপর কাজ করছে এবং এটি ইউ সিরিজ নামে বাজারে আনা হবে। আমরা আরও জানিয়েছিলাম যে ইউ সিরিজে লঞ্চ করা ফোন ভারতের প্রথম মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট‌ওয়ালা ফোন হবে। খবর দেওয়ার দুদিনের মধ্যে কোম্পানি ইউ সিরিজ সম্পর্কে ঘোষণা করে জানায় আগামী 28শে নভেম্বর ইউ সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ইউ1 লঞ্চ করা হবে। আজ ফোনটি লঞ্চের আগেই ফোনটির প্রথম ঝলক দেখা গেছে।

“ও” শেপের নচের সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস, লিক হল ফোনটির ডিসপ্লে

রিয়েলমি ইউ1 লঞ্চের আগেই ফোনটির ফোটো পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া একটি ফোটোয় কোম্পানির উচ্চপদস্থ আধিকারিক মাধব শেঠ রিয়েলমি ইউ1 ফোনটি তার হাতে ধরে আছেন এবং ফোনটি দিয়ে সেলফি তুলছেন। পাওয়া ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখা গেছে। রিয়েলমি ইউ1 এর ব‍্যাক প‍্যানেলে হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের বামদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

রিয়েলমি ইউ1 এর ফোটোয় ফোনটি গোল্ড কালারে দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের ডান প‍্যানেলে পাওয়ার বাটন ও বাদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোটোয় ফোনটি যথেষ্ট বড় মনে হচ্ছে তাই বলা যেতে পারে এতে 6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আগেই বলা হয়েছে রিয়েলমি ইউ1 এ “ইউ” শেপের ডিউড্রপ নচ দেওয়া হবে।

4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ভারতে লঞ্চ

রিয়েলমি ইউ1 এ কোম্পানি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেবে এই কথা কোম্পানি মিডিয়া ইনভাইটে জানিয়ে দিয়েছে। রিয়েলমির এই আগামী স্মার্টফোন 12 ন‍্যানোমিটার টেকনিকে চলবে। রিয়েলমি ইউ1 একটি সেলফি সেন্ট্রিক স্মার্টফোন হবে এবং এতে পাওয়ারফুল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। মনে করা হচ্ছে রিয়েলমি ইউ1 ফোনটি কোম্পানি 15,000 টাকার কম দামে লঞ্চ করবে। রিয়েলমির সঠিক দাম ও স্পেসিফিকেশনের জন্য 28শে নভেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here