বর্তমানে টেক জগতে স্লিম স্মার্টফোনের ট্রেন্ড চলছে। Apple iPhone Air এবং Samsung Galaxy S25 Edge এর মতো স্লিম স্মার্টফোন বাজারে আসার পর থেকে অন্যান্য ব্র্যান্ডগুলিও পাতলা ফোন লঞ্চের প্রতিযোগিতায় মেতে উঠেছে। গত সপ্তাহে চীনে স্লিম Moto X70 Air স্মার্টফোন পেশ করা হয়েছে। এবার টেক কোম্পানি Huawei চীনের বাজারে তাদের নতুন Mate 70 Air ফোনটি লঞ্চ করেছে। ফোনটি যথেষ্ট স্লিম হলেও এই ফোনে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে।
Huawei Mate 70 Air ফোনটির থিকনেস মাত্র 6.6mm রাখা হয়েছে। সাধারণ যে কোনো স্মার্টফোনের তুলনায় এটি বেশ কম। বাজারে উপস্থিত iPhone Air ফোনের থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge ফোনের থিকনেস 5.8mm। আবার Moto X70 Air ফোনে 5.99mm এবং Tecno Spark Slim ফোনে 5.75mm স্লিম বডি রয়েছে। অর্থাৎ থিকনেসের দিক থেকে Huawei Mate 70 Air ফোনটি এইসব ফোনের চেয়ে পিছিয়ে রয়েছে। এই লেটেস্ট ফোনটি স্লিম হওয়া সত্বেও এই ক্যাটাগরিতে প্রথম সারিতে স্থান করে নিতে পারেনি।
Huawei Mate 70 Air ফোনে 18.8:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2760 × 1320 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 1.5K+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে, যা ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখবে।
Huawei Mate 70 Air ফোনটি HarmonyOS 5.1 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় কথা চীনে এই ফোনটি দুটি আলাদা আলাদা প্রসেসর সহ সেল করা হবে। ফোনটির 12GB RAM মডেলে Kirin 9020B চিপসেট রয়েছে এবং 16GB RAM ভেরিয়েন্টে Kirin 9020A প্রসেসর দেওয়া হয়েছে। এই দুটি প্রসেসরে খুব বেশি পার্থক্য নেই, তবে ‘এ’ ভার্সনের ক্লক স্পীড অপরটির চেয়ে বেশি এবং এটি বেশি ভালোভাবে মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য Huawei Mate 70 Air ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP আলট্রা লার্জ সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12MP 3x টেলিফটো লেন্স এবং 1.5MP মাল্টি স্পেকট্রাল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 10.7MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Huawei Mate 70 Air ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh battery যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে Wi-Fi 7+ এবং 2-ওয়ে Beidou satellite ম্যাসেজিঙের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।
Huawei Mate 70 Air 5G ফোনটি Obsidian Black, Feather White এবং Silver Brocade কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 4199 yuan অর্থাৎ প্রায় 52 হাজার টাকা। এই ফোনের 16GB + 512GB টপ মডেল 5199 yuan অর্থাৎ প্রায় 64,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতে সম্ভবত এই ফোনটি লঞ্চ করা হবে না।












