অ্যান্ড্রয়েড মার্কেটে দেরী করে এন্ট্রি নিয়েও অত্যন্ত কম সময়ে বিশাল সংখ্যক ফ্যান ফলোয়ার বানিয়ে নিয়েছে। নোকিয়া নচ ডিসপ্লে সেগমেন্টে নোকিয়া 6এক্স লঞ্চ করে এবং এটি কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। গতকাল ভারতে নোকিয়ার পক্ষ থেকে এই দারুণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। নোকিয়া ভারতে নোকিয়া 6.1 প্লাস নামে ফোনটি লঞ্চ করেছে। ফ্যানদের জন্য সারপ্রাইজস্বরূপ কোম্পানি একই সঙ্গে নোকিয়া 5.1 প্লাস লঞ্চ করেছে।
নোকিয়া 6.1 প্লাস
নোকিয়া 6.1 প্লাস নোকিয়ার প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিসপ্লে 1080 × 2280 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে এবং এর ওপর দিকে নচ আছে। স্ক্র্যাচ ও অন্যান্য আঘাত থেকে বাচাতে নোকিয়া 6.1 প্লাস 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে।
নোকিয়ার এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড পি সেলআউট হলে তাতে আপডেট করা যাবে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 চিপসেটে রান করে। ভারতে ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 6.1 প্লাসের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 16 মেগাপিক্সেল ও 6 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর আছে যা ভার্টিকাল শেপে ব্যাক প্যানেলে মাঝখানে আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। নোকিয়া 6.1 প্লাসের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচারও আছে।
নোকিয়া 6.1 প্লাসে 4জি ভোএলটিই ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে 3,060 এমএএইচ ব্যাটারী আছে। আগামী 30শে আগস্ট থেকে ফোনটি নোকিয়া অনলাইন শপ ও ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে বিক্রি হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 15,999 টাকা রাখা হয়েছে।
নোকিয়া 5.1 প্লাস
এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। এতে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.86 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। নোকিয়া 5.1 প্লাস অ্যান্ড্রয়েড 8.1 অরিও (অ্যান্ড্রয়েড ওয়ান) এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে অ্যান্ড্রয়েড পাইয়ের রেডি আপডেট আছে। এর সঙ্গে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও পি60 চিপসেট আছে।
এতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। নোকিয়া 5.1 প্লাসের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ভার্টিকাল শেপে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে এআই টেকনিকযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। নোকিয়া 5.1 প্লাসে 4জি ভোএলটিই ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। নোকিয়া ইন্ডিয়া এই ফোনটির দাম এখনও জানায়নি তবে মনে করা হচ্ছে এই ফোনটি 199 ইউরো অর্থাৎ 15,000 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি সেপ্টেম্বরে সেল করা হবে।