সম্প্রতি Huawei Mate 80 সিরিজের লিক ক্রমাগত এসে চলেছে। আগেও এই সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার কোম্পানি এই প্রথম তাদের আপকামিং সিরিজের Mate 80 মডেলটি 20GB RAM সহ লঞ্চ করতে পারে। এখনও প্রজন কোনো ফ্ল্যাগশিপ মডেলেই এত বড় ভেরিয়েন্ট পেশ করা হয়নি। একইসঙ্গে Huawei Mate 80 Pro+ ফোনের অসাধারণ ক্যামেরা ফিচার সম্পর্কে তথ্য জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 80 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
এইবার Huawei Mate 80 সিরিজের অধীনে চারটি মডেল লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই সিরিজে Mate 80, Mate 80 Pro, নতুন Mate 80 Pro Max বা প্লাস এবং Mate 80 RS Master Edition ফোনগুলি থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই বছর Pro Max ফোনের পরিবর্তে Pro+ ফোনটি লঞ্চ করা হতে পারে। এই পরিবর্তন নামের পাশাপাশি ফিচারের ক্ষেত্রেও দেখা যাবে।
লিক অনুযায়ী Mate 80 সিরিজে Huawei এর নতুন Kirin 9030 প্রসেসর দেওয়া হতে পারে। এটি গত বছরের Kirin প্রসেসরের তুলনায় বেশি শক্তিশালী হবে। তবে এখনও পর্যন্ত আপকামিং সিরিজের সঠিক স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
রিপোর্ট অনুযায়ী Huawei Mate 80 সিরিজের আপকামিং মডেলগুলিতে বিল্ট ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান টেস্ট করা হচ্ছে। এটি গেমিং বা হাই লোড প্রসেসিঙের ক্ষেত্রে আরও ভালো থার্মাল পারফরমেন্স দিতে সাহায্য করবে। আপকামিং সিরিজের ফোনগুলি নতুন রেড ম্যাপেল কালার ক্যামেরা মডিউলের জন্য আগের মডেলের আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে এই প্রথম বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ভ্যানিলা Mate 80 ফোনটিতেও 3D ফেস রেকগনেশন দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য Mate 80 সিরিজের Pro+ ফোনটিতে ডুয়েল 50MP পেরিস্কোপ ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে একটি মিডিয়াম ফোকাল লেন্থ এবং সেকেন্ডারি জুম সহ লঞ্চ করা হতে পারে। ফোনটিতে 1/1.28 ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এতে LOFIC ফিচার যোগ করা হতে পারে। এর ফলে লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং দুর্দান্ত ইমেজ প্রসেসিঙের মতো ফিচার থাকবে বলে জানা গেছে।
25 নভেম্বর চীনের বাজারে Huawei Mate 80 সিরিজটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
যারা দারুণ পারফরমেন্স, প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Huawei Mate 80 সিরিজের ফোনগুলি একটি ভালো অপশন হতে পারে। এই সিরিজ Samsung Galaxy S25 সিরিজ, Xiaomi 17 সিরিজ এবং Honor Magic 8 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা এই Huawei Mate 80 সিরিজ কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং সিরিজের অপেক্ষা করতে পারেন। এই সিরিজের নতুন আপডেট প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
(সোর্স)











