4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও তিনটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Y9 Prime, জেনে কবে কখন সেল হবে

টেক কোম্পানি Huawei গতকাল ভারতে অফিসিয়ালি তাদের প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Y9 Prime (2019) লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি গত বছর লঞ্চ করা কোম্পানির Huawei Y9 Prime (2018) এর আপগ্ৰেডেড ভার্সন। এছাড়াও এই ফোনটি ব্র‍্যান্ডের দ্বিতীয় মডেল যা পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। কিছু দিন আগেই কোম্পানি আন্তর্জাতিক স্তরে তাদের প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন P Smart Z লঞ্চ করেছে।

দাম
লঞ্চের আগেই কোম্পানি ফোনটি এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে তাদের ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্টেড করে দিয়েছিল। গতকাল একটি ইভেন্টের মঞ্চে দামের ঘোষণা করা হলো। Huawei Y9 Prime এর দাম 15,990 টাকা। এই ফোনটি অনলাইন শপিং সাইট আমাজন ইন্ডিয়ায় লঞ্চ করা হয়েছে যা আগামী 7 আগস্ট থেকে সেল করা হবে। ভারতীয় মার্কেটে ফোনটি ব্লু ও গ্ৰিন এই দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আমাজন ইন্ডিয়াতে Huawei Y9 Prime কেনার সময় নো কস্ট ইএম‌আইয়ের সঙ্গে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অনলাইন ছাড়া অফলাইন স্টোরেও এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে আগামী 5 আগস্ট থেকে প্রিবুকিং চালু হবে।

ডিজাইন
ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেন্সরগুলির মধ‍্যে দুটি সেন্সর একসঙ্গে দেওয়া হয়েছে। তবে তৃতীয় সেন্সরটি একটু নিচে অবস্থিত। ব‍্যাক প‍্যানেলেই মাঝ বরাবর ক‍্যামেরা সেট‌আপের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে কোনো ধরনের নচ দেওয়া হয়নি।

স্পেসিফিকেশন
Huawei Y9 Prime (2019) এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে হাইসিলিকন কিরীন 710F চিপসেট ও মালী-জি51 এমপি4 জিপিইউ দেওয়া হয়েছে। কোম্পানি এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9.0 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআইতে কাজ করে।

ফোটোগ্ৰাফির জন্য Huawei Y9 Prime (2019) এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা, 8;মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের পপ আপ শুটার ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দামের দিক থেকে ফোনটি যথেষ্ট অ্যাফোর্ডেবল হলেও ভারতীয় বাজারে এমন অনেক স্মার্টফোন আছে যা একে টক্কর দিতে সক্ষম। যেমন বলা যেতে পারে Vivo Z1 Pro। আবার Realme X ও Oppo K3 ফোনগুলিও কোনো অংশে পিছিয়ে নেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here