Jio Exclusive offer এর সাথে আসলো itel A48 স্মার্টফোন, 6399 টাকায় ফোনের সাথে পাওয়া যাবে 4500 টাকার একস্ট্রা সুবিধা

ফিচার ফোন বানানোয় প্রসিদ্ধ কোম্পানি itel আজকে ভারতীয় বাজারে নিজের আরো।একটি নতুন স্মার্টফোন পেশ করলো। এই মোবাইল ফোনটি লো বাজেট সেগ্মেন্টে আনা হয়েছে যা itel A48 নামের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে। আইটেল নিজের এন্ট্রি লেভেল ডিভাইসটিকে ইন্ডিয়া‌র most affordable 2GB Waterdrop Display Smartphone দাবি করেছে। আইটেল এ48 এর একটি বৈশিষ্ট্য এও যে এই মোবাইল ফোনটি jioExclusive offer এর সাথে আসে যার মধ্যে 4500 টাকার একস্ট্রা Jio benefits দেওয়া হচ্ছে এবং এর সাথেই 512 টাকার ইন্স্ট‍্যান্ট প্রাইস সাপোর্ট‌ও পাওয়া যাচ্ছে। itel A48 কে 6,399 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: 12GB RAM আর 120W ultra-fast flash charging এর সাথে লঞ্চ হলো iQOO 8 5G, কয়েক মিনিটে হয়ে যাবে ফুল ব‍্যাটারী

itel A48 এর স্পেসিফিকেশন্স

আইটেল এ48 স্মার্টফোনকে কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1560 × 720 পিক্সেল রেজল্যুশন এর 6.1 ইঞ্চির এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 85.27 শতাংশ এবং itel A48 এর ডিসপ্লে 2.5ডি টিপি প্রোটেক্টেড।

itel A48 কে অ্যান্ড্রয়েড 10.0 ওএস এ পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড এর ‘গো’ এডিশনে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 1.4 গীগাহার্টস ক্লক স্পীডের কোয়াডকোর প্রসেসর দেওয়া আছে। কোম্পানি এখনো চিপসেটের তথ্য জানায়নি। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 2 জিবি র‍্যাম মেমোরিতে লঞ্চ হয়েছে যা 32 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোন মেমোরি‌কে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: চাইনিজ ফোন কোম্পানি গুলিকে চিন্তিত করতে ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy M52 5G, লঞ্চের আগে ওয়েবসাইটে হলো লিস্ট

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে itel A48 এ ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 5 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে ভিজিএ ক‍্যামেরা সেন্সর‌ও আছে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই আইটেল ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। কোম্পানি এই ফোনটি‌কে AI Beauty Mode যুক্ত করেছে।

itel A48 একটি ডুয়াল সিম ফোন যা Dual 4G VoLTE এর সাথেই ViLTE ও সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই সিকিউরিটি‌র জন্য যেখানে এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই নতুন আইটেল ফোনে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে। ইন্ডিয়ান মার্কেটে আইটেল এ48 স্মার্টফোনকে Gradient Green, Gradation Purple আর Gradation Black কালারে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here