জারি হল HyperOS 3 এর রোল‌আউট শিডিউল, জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে আপডেট

শাওমি তাদের ফ্যানদের খুশি করে HyperOS 3 পেশ করে দিয়েছে। বিভিন্ন অ্যাডভান্স ফিচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি সহ হাইপার‌ওএস 3 Android 16 এর সঙ্গে কাজ করবে। নতুন মোবাইল ইউজার ইন্টারফেস জারি করার সঙ্গে সঙ্গে কোন Xiaomi, Redmi ও POCO ফোনে কবে HyperOS 3 আপডেট পাওয়া যাবে সেই লিস্ট‌ও শেয়ার করেছে। HyperOS 3 এর রোল‌আউট ডিটেইলসের সঙ্গে এটির বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

এইসব Xiaomi ফোনে পাওয়া যাবে HyperOS 3 আপডেট

অক্টোবর – নভেম্বর 2025নভেম্বর – ডিসেম্বর 2025ডিসেম্বর 2025 – মার্চ 2026
Xiaomi 15T ProXiaomi 14 UltraXiaomi 13 Ultra
Xiaomi 15TXiaomi 14Xiaomi 13 Pro
Xiaomi 15 UltraXiaomi 14T ProXiaomi 13
Xiaomi 15Xiaomi 14TXiaomi 13T Pro
Xiaomi MIX FlipXiaomi 13T
Xiaomi 13 Lite
Xiaomi 12 Pro
Xiaomi 12
Xiaomi 12T Pro

 

এইসব Redmi ফোনে পাওয়া যাবে HyperOS 3 আপডেট

অক্টোবর – নভেম্বর 2025নভেম্বর – ডিসেম্বর 2025ডিসেম্বর 2025 – মার্চ 2026
REDMI Note 14 Pro+ 5GREDMI Note 13 ProREDMI Note 14 5G
REDMI Note 14 Pro 5GREDMI 15REDMI Note 14S
REDMI Note 14 ProREDMI 14CREDMI Note 13 Pro+ 5G
REDMI Note 14REDMI 13REDMI Note 13 Pro 5G
REDMI 13xREDMI Note 13 5G
REDMI 15 5G
REDMI 15C 5G
REDMI 15C

 

এইসব POCO ফোনে পাওয়া যাবে HyperOS 3 আপডেট

অক্টোবর – নভেম্বর 2025নভেম্বর – ডিসেম্বর 2025ডিসেম্বর 2025 – মার্চ 2026
POCO F7 UltraPOCO F6 ProPOCO F5 Pro
POCO F7 ProPOCO F6POCO F5
POCO F7POCO X6 ProPOCO X6
POCO X7 Pro Iron Man EditionPOCO M7POCO M7 Pro 5G
POCO X7 ProPOCO M6 ProPOCO C85
POCO X7POCO M6
POCO C75

 

HyperOS 3 এর গুরুত্বপূর্ণ ফিচার

পারফরমেন্স

অ্যান্ড্রয়েড 16 বেসড হাইপার‌ওএস 3 কাস্টম স্কিনে HyperCore টেকনোলজি দেওয়া হয়েছে, যা স্মার্টফোনকে আরও বেশি ফাস্ট এবং পাওয়ার এফিসিয়েন্ট করে তোলে। এটির সিপিইউ লোড 4% কমানো হয়েছে এবং পাওয়ার এফিসিয়েন্সি 10% ভালো হবে বলে জানানো হয়েছে।

অ্যাপ ল্যান্ডিং এবং মাল্টি টাস্কিং

HyperOS 3 সহ ফোনে 21% ফাস্ট অ্যাপ ওপেন হবে এবং মাল্টি টাস্কিঙ‌ও আগের চেয়ে স্মুথ হবে। এর ভিডিও এবং গেমিং ফ্রেম রেটের উন্নতি করা হয়েছে। এছাড়াও নতুন হাইপার‌ওএসে 100টির‌ও বেশি নতুন অ্যানিমেশন যোগ করা হয়েছে, ফলে স্মুথ ইউআই আরও বেশি ফ্লুইড ফিল হবে।

ভিজুয়াল ডিজাইন এবং কাস্টোমাইজেশন

শাওমি হাইপার‌ওএস 3 যে অ্যাপ আইকন রিডিজাইন করা হয়েছে। ডেক্সটপ গ্ৰিড এবং স্ট্যাটাস বারের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাবে। এতে AI বেসড ডায়নামিক ওয়ালপেপার দেওয়া হয়েছে, যা স্টিল ইমেজকে ডেপ্থ সহ অ্যানিমেট করতে সক্ষম। এছাড়াও এতে সিনেমেটিক লক স্ক্রিন অপশন যোগ করা হয়েছে।

Super Island

হাইপার‌ওএস 3 এর দৌলতে Xiaomi, Redmi এবং POCO স্মার্টফোনে ‘সুপার আইল্যান্ড’ পাওয়া যাবে। এটি একটি ডায়নামিক নোটিফিকেশন হাব, যেখানে লাইভ অ্যাক্টিভিটি এবং নোটিফিকেশন ম্যানেজ করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 70টির চেয়েও বেশি সার্ভিস সাপোর্ট করে। এর ফলে ইউজাররা সরাসরি টাইমার, মিউজিক কন্ট্রোল এবং শর্টকাট সার্ভিস চালাতে পারবেন।

স্মার্ট অ্যাসিস্ট্যান্ট

HyperOS 3 তে XiaoAI অ্যাসিস্ট্যান্ট আরও স্মার্ট হয়ে উঠেছে। এটি অন স্ক্রিন কন্টেন্ট অনুযায়ী তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারে। এর সাহায্যে ডিসপ্লের যে কোনো টেক্সট হাইলাইট করে সেটি তৎক্ষণাৎ ট্রান্সলেট এবং ইন্টারনেটে সার্চ করতে পারবে।

অ্যাডভান্স AI

শাওমি হাইপার‌ওএস 3 এর মাধ্যমে কোম্পানি গ্যালারি অ্যাপেও AI search এবং Auto-sorting ফিচার যোগ করেছে। ইউজাররা তাদের ফোনের যে কোনো ছবি ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারবেন। অ্যানিমাল, মানুষ বা জিনিসের হিসাবে সহজেই ফটো খুঁজে বের করা যাবে।

ক্রস ডিভাইস কানেক্টিভিটি

HyperOS 3 তে আরও উন্নত ডিভাইস কানেক্টিভিটি পাওয়া যাবে। শাওমি, রেডমি ও পোকো ডিভাইস সহজেই Mac বা iPad ডিভাইসের সঙ্গে কানেক্ট করে সহজেই অ্যাপ ওপেন করা যাবে। এর ফলে ফাইল, ফটো এবং নোটিফিকেশন শেয়ার করা আর‌ও সহজ হবে।

প্রাইভেসি এবং সিকিউরিটি

নতুন হাইপার‌ওএস 3 তে ইউজাররা আগের চেয়ে অ্যাডভান্স এবং স্ট্রং প্রাইভেসি ও সিকিউরিটি পাবেন। কোম্পানি মাল্টি ডিভাইস লগ‌ইনের জন্য ডুয়েল ফ্যাক্টর অথেনটিকেশন চালু করেছে। এর সঙ্গে ডেটা এনক্রিপশন এবং পারমিশন কন্ট্রোল‌ও দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা HyperOS 3 এর দৌলতে ফোন সুইচ অফ থাকলে বা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট না থাকলেও স্মার্টফোন ট্র্যাক করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here