প্রকাশ্যে এল ভারতের প্রথম ‘ইলেকট্রিক এয়ার ট্যাক্সি’, যাতায়াতের সময় খরচ এখন আরও কম

Highlights

  • এয়ারো ইন্ডিয়া শোতে পেশ করা হল ইলেকট্রিক এয়ার ট্যাক্সি।
  • 2024 এর শেষে বা 2025 এর শুরুতে এই গাড়ি পেশ করা হবে।
  • এই ফ্লাইং এয়ার ট্যাক্সির টপ স্পীড হবে 160 কিলোমিটার।

রাস্তায় দৌড়ানো ট্যাক্সি এবার খুব তাড়াতাড়ি ইতিহাসের পাতায় স্থান পেতে চলেছে। ভারতের প্রথম ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সবার সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর কাছে ইয়েলহংকা বায়ুসেনা ঘাঁটিতে ‘এয়ারো ইন্ডিয়া’ শোতে এই উড়ন্ত ইলেকট্রিক ট্যাক্সি পেশ করা হয়েছে। আপাতত এই গাড়ির ট্রায়াল চলছে এবং আশা করা হচ্ছে 2024 এর শেষে বা 2025 এর শুরুতে এই গাড়ি অফিসিয়ালি লঞ্চ করা হবে। আরও পড়ুন: দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন

টপ স্পীড এবং রেঞ্জ

শোতে বলা হয়েছে এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি একবার চার্জ করলে 200KM পর্যন্ত যাত্রা করা যাবে। এই গাড়ির টপ স্পীড হবে 160KMph। এই গাড়িতে একজন পাইলট এবং দুইজন যাত্রী মিলে মোট 200 কিলগ্রাম ওজন বওয়া যাবে।

কত হবে ভাড়া?

বর্তমান ট্যাক্সির তুলনায় এই ট্যাক্সির ভাড়া দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। তবে এই গাড়ি চালু হলে শহরের মধ্যে কোনো যানজট ছাড়াই মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন। অর্থাৎ রাস্তার তুলনায় দশগুণ দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন। আরও পড়ুন: জেনে নিন Airtel-এ Caller Tune সেট করার সবথেকে সহজ পদ্ধতি

ই-প্লেন কোম্পানি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজে শুরু করা আরবান এয়ার মোবিলিটি স্টার্ট আপ এই ফ্লাইং ই-কার ট্যাক্সি পেশ করেছে। জানিয়ে রাখি ই-প্লেন ই200 নামে ব্র্যান্ডেড ফার্ম ভারতের প্রথম এবং বিশ্বের সবচেয়ে কম্প্যাক্ট ফ্লাইট তৈরির চেষ্টা করে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here