Highlights
- গড় মোবাইল স্পিডের তালিকায় ভারত 10 স্থান এগিয়ে গেছে।
- এক লাফে 79তম স্থান থেকে 69তম স্থানে পৌঁছে গেছে আমাদের দেশ।
- খুব তাড়াতাড়ি ভারত প্রথম 50টি দেশের মধ্যে স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
নেটওয়ার্ক ইন্টেলিজেন্স এবং ইনসাইটস কোম্পানি Ookla জানুয়ারি, 2023 এর স্পীডটেস্ট গ্লোবাল ইনডেক্স রিপোর্ট জারি করেছে। এই রিপোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ভারত এক লাফে বেশ কিছুটা এগিয়ে গেছে। Ookla গ্লোবাল ইনডেক্স রিপোর্ট অনুযায়ী ভারত আন্তর্জাতিক স্তরে গড় মোবাইল স্পীড চার্টে 10 পজিশন লাগিয়ে এগিয়ে গেছে এবং বর্তমানে 29.85 এমবিপিএস স্পিডের সঙ্গে 69তম স্থানে পৌঁছে গেছে। এর আগে Ookla তাদের ডিসেম্বর, 2022 এর রিপোর্টে জানিয়েছিল ভারত 25.29 এমবিপিএস গড় মোবাইল ইন্টারনেট স্পিডের সঙ্গে 79তম স্থানে ছিল। আরও পড়ুন: Revolt RV400 ইলেকট্রিক বাইকের প্রি-বুকিং শুরু, সিঙ্গেল চার্জে চলবে 150KM
দ্রুত এগিয়ে চলেছে ভারত
জানিয়ে রাখি এর আগে গত নভেম্বর মাসে ভারত গড় মোবাইল ইন্টারনেট স্পিডের দিক থেকে আন্তর্জাতিক স্তরে 105তম স্থানে অবস্থান করছিল। পরপর রিপোর্টগুলিতে চোখ রাখলে দেখা যাচ্ছে ভারত খুব কম সময়ের মধ্যেই দ্রুত উন্নতি করে চলেছে। এমনটাই চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের দেশ গড় মোবাইল ইন্টারনেট স্পিডের লিস্টে টপ 50টি দেশের মধ্যে নিজের জায়গা করে নেবে।
বৃদ্ধি পেয়েছে ডাউনলোড স্পীড
রিপোর্ট থেকে জানা গেছে ভারতের ওভার অল ফিক্সড মিডিয়ান ডাউনলোড স্পীডের ক্ষেত্রেও বৃদ্ধি লক্ষ করা গেছে। জানিয়ে রাখি গত ডিসেম্বর, 2022 মাসে এই স্পীড 49.14Mbps ছিল যা জানুয়ারি, 2023 এ বেড়ে 50.02Mbps হয়ে গেছে। এছাড়া আগস্ট, 2022 মাসে এই স্পীড ছিল মাত্র 48Mbps। দেশের সমস্ত শহরে 5G পরিষেবা চালু হয়ে গেলে এই স্পীড আরও বারবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ফ্রিতে IPL 2023 দেখিয়ে কোটি টাকা আয় করবেন Ambani, জেনে নিন ডিটেইলস
টপে আছে এই দেশ
জানুয়ারি স্পীড টেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত (UAE) ওভার অল গ্লোবাল মিডিয়ান মোবাইল স্পীডে টপে ছিল। এছাড়া পাপুয়া নিউ গিনি আন্তর্জাতিক স্তরে 24 স্থান এগিয়ে গেছে। ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডের ক্ষেত্রে সিঙ্গাপুর জানুয়ারি 2023 এ টপে ছিল। অন্যদিকে সাইপ্রাস এই লিস্টে 20 ধাপ ওপরে উঠে এসেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন