ভারতের স্মার্টফোন মার্কেটে 2023 সালে সবচেয়ে এগিয়ে স্যামসাঙ, জেনে নিন বাকি ব্র্যান্ডগুলির পরিস্থিতি

ভারতে 2023 সামে 152 মিলিয়ন মোবাইল শিপমেন্ট দেখা গেছে। গত বছর ব্যাপক হারে আর্থিক দিক থেকে চড়াই উতরাই এর কারণে কম চাহিদা এবং প্রথম ছয় মাসে ইন্ডাস্ট্রি বিল্ড আপের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এর পর 5G আপগ্রেড এবং উৎসবের মরশুমে ভাবার বাইরে সেল করা হয়েছে। ফলে শেষ ছয় মাসে বাজারের পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। এবার 2023 সালের সম্পূর্ণ হিসাব সামনে চলে এসেছে। গত বছর কোন ব্র্যান্ড কি রকম পারফরমেন্স করেছে সেই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

ভারতের স্মার্টফোন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মার্কেট শেয়ার

  • কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুযায়ী 18 শতাংশ মার্কেট শেয়ার পেয়ে স্যামসাঙ 2017 সালের পর প্রথমবার 2023 সালে প্রথম স্থান পেয়েছে।
  • ভিভো 17 শতাংশ মার্কেট শেয়ার পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে এবং অন্যদিকে 33 শতাংশ মার্কেট শেয়ার পেয়ে সস্তা প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ 30,000 টাকা থেকে 45,000 টাকা সেগমেন্টে লীড করেছে।
  • Xiaomi 2023 সালের গড় হিসাবে তৃতীয় স্থানে রয়েছে তবে গত বছরের চতুর্থ কোয়ার্টারে কোম্পানি 18.3 শতাংশ মার্কেট শেয়ার পেয়ে কিছুটা এগিয়েও রয়েছে।
  • Apple মোট 10 মিলিয়ন পার করে গেছে যার ফলে এই প্রথম সবচেয়ে বেশি রেভেনিউও পেয়েছে।
  • 2023 সালে 5G স্মার্টফোন শিপমেন্ট শেয়ার 66 শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়ে 52 শতাংশ হয়ে গেছে।
  • নিচে শেয়ার করা ইমেজে প্রতিটি ব্র্যান্ডের অবস্থান দেখানো হল।

উৎসবের মরশুমে বদলে গেছে মার্কেটের পরিস্থিতি

কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্ম জানিয়েছে এই উন্নতির পেছনে বেশি দায়ী দীর্ঘদিনব্যাপী ফেস্টিভ সেল। কারণ এই সময়ে প্রতিটি ব্র্যান্ড তাদের ফোনে অসাধারণ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় প্রমোশন চালায়। আবার অন্য এক রিসার্চ অ্যানালিস্ট জানিয়েছে স্যামসাঙ তাদের গ্যালাক্সি এ সিরিজের সুন্দর পারফরমেন্স, দারুণ অফলাইন মার্কেটিং এবং প্রিমিয়াম রেঞ্জে ফোকাস অ্যাপ্রোচ কোম্পানিকে 18 শতাংশ মার্কেট শেয়ার সহ প্রথম স্থান দখল করতে সাহায্য করেছে।

প্রিমিয়াম সেগমেন্টের সেল

গত বছর অর্থাৎ 2023 সালে প্রিমিয়াম সেগমেন্টের সেলের ক্ষেত্রে 64 শতাংশ বৃদ্ধি দেখা গেছে। আরও জানা গেছে গত বছর প্রত্যেক তিনটির মধ্যে একটি স্মার্টফোন ইএমআই এর মাধ্যমে কেনা হয়েছে এবং এই লিস্টে সবচেয়ে এগিয়ে রয়েছে অ্যাপেল। আগেই বলা হয়েছে অ্যাপেল গত বছর শুধুমাত্র ভারতে 10 মিলিয়নেরও বেশি স্মার্টফোন সেল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here