ট্রান্সপারেন্ট ডিজাইন সহ 20,000 টাকারও কম দামে লঞ্চ হবে Infinix GT 10 Pro, বিনামুল্যে পাওয়া যাবে প্রো গেমিং কিট

Highlights

  • ফ্লিপকার্টে ফোনটি লিস্টেড করা হয়েছে।
  • 3 আগস্ট থেকে ফোনটি প্রিবুক করা যাবে।
  • প্রথম 5000 গ্রাহকদের কোম্পানি ফ্রিতে গেমিং কিট দেবে।

নাথিং ফোন 2 কে টক্কর দেওয়ার জন্য ইনফিনিক্স একটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। ভারতে এই ফোনটি Infinix GT 10 Pro নামে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই বিশেষ গেমিং ফোনটির দাম মাত্র 20,000 টাকারও কম রাখা হবে। নিচে এই ফোনটির প্রিবুকিং অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হল।

Infinix GT 10 Pro-এর প্রিবুকিং অফার

  • ফ্লিপকার্টে প্রকাশিত লিস্টিং অনুযায়ী এই ফোনটি 20,000 টাকারও কম দামে পেশ করা হবে।
  • আগামী 3 আগস্ট দুপুর 12:00টা থেকে গ্রাহকরা এই ফোনটি প্রিবুক করতে পারবেন।
  • প্রিবুকিং অফারের আওতায় প্রথম 5,000 ক্রেতাদের কোম্পানি বিনামূল্যে গেমিং কিট দেবে। এতে ইউনিভার্শাল শোল্ডার ট্রিগার, গেমিং ফিঙ্গার স্লিভস্ এবং কার্বন বক্স থাকবে।
  • কোম্পানি ইউজারদের লঞ্চ অফার উপলক্ষে 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 2,000 টাকা এক্সচেঞ্জ বোনাসও দেবে। এর সঙ্গে 6 মাসের নো ক্কস্ট ইএমআইয়ের অপশন থাকছে।

Infinix GT 10 Pro-এর ডিজাইন

ফ্লিপকার্টে প্রকাশিত তিজার অনুযায়ী এই ফোনে নাথিং ফোন 2 এর মতো ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল থাকতে পারে। কোম্পানি এর নাম রেখেছে সাইবার মেচা। ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া আরও জানা গেছে এই ফোনে অ্যাড ফ্রি ক্লীন ওএস পাওয়া যাবে। এছাড়া লিক থেকে জানা গেছে এই ফোনে এলইডি লাইটও থাকবে।

Infinix 10 GT Pro 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • প্রসেসর: অসাধারণ পারফরমেন্সের জন্য এই ফোনে Dimensity 8050 চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এতে 26GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়ার কথা জানা গেছে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং দুটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 7000mAh ব্যাটারি এবং 160W ও 260W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
  • ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
  • অন্যান্য: এতে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here