ভারতে লঞ্চ হল ট্রান্সপারেন্ট বডি সহ Nothing Phone (2), অসাধারণ লুকের সঙ্গে এতে আছে শক্তিশালী স্পেসিফিকেশন

Highlights

  • ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Nothing Phone (2)।
  • এবার ব্যাক প্যানেলে আগের চেয়ে বেশি 33টি এলইডি লাইট রয়েছে।
  • এতে স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট দেওয়া হয়েছে।

নাথিং কোম্পানির দ্বিতীয় ট্রান্সপারেন্ট ফোন Nothing Phone (2) ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনের আগের ফোনটির চেয়েও সুন্দর ডিজাইন এবং শক্তিশালী ফিচার যোগ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: অনলাইনে ‘সিঙ্গারা’ অর্ডার করে 1.4 লাখ টাকা খোয়ালেন এক ডাক্তার! জেনে নিন পুরো ঘটনা

Nothing Phone (2) এর দাম

এই ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 44,999 টাকা এবং 12GB RAM + 256GB মেমরি মডেল 49,999 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়া এই ফোনের সবচেয়ে বড় মডেলটি 54,999 টাকা দামে এবং 12GB RAM + 512GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ফোনটি White এবং Grey কালারে সেল করা হবে। তবে ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট শুধুমাত্র গ্রে কালারে সেল করা হবে। আগামী 21 জুন থেকে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

Nothing Phone (2) ডিজাইন

এই ফোনটি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের সঙ্গে পেশ করা হয়েছে। এতে বেশি এলইডি লাইট ব্যাবহার করা হয়েছে। ক্যামেরা মডিউলের মধ্যে অবস্থিত ফ্ল্যাশ লাইটও আগের চেয়ে বড়। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ভলিউম রকার বাটন বাদিকের প্যানেলে অবস্থিত। ব্যাক প্যানেলে আগের থেকে এলইডি লাইটের সংখ্যা বাড়িয়ে 33টি করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই ভারতের মার্কেট লঞ্চ হবে 108MP ক্যামেরা সহ realme C53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

  • এই ফোনটি সাস্টেনেবল রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মার্কেটে উপস্থিত সমস্ত ফোনের মধ্যে সবচেয়ে সাস্টেনেবল।
  • ফোনটির ভেতরে এবং বাইরে 100% রিসাইকেল অ্যালুমিনিয়াম মিড ফ্রেম দেওয়া হয়েছে। এর সঙ্গে 9টি সার্কিট ফ্রেম, কপার ফয়েল, স্টপিং পার্টস্ পর্যন্ত রিসাইকেল ম্যাটেরিয়াল ব্যাবহার করে তৈরি করা হয়েছে। এছাড়া 80 শতাংশ প্লাস্টিক পর্যন্ত সাস্টেনেবল।
  • ফোনটির পাকেজিং প্লাস্টিক ফ্রি রাখা হয়েছে।
  • 60% বক্স পেপার রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। অর্থাৎ ইউজাররা অসাধারণ আনবক্সিং এক্সপেরিয়েন্স পেতে চলেছেন।

Nothing Phone (2) এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির এফএইচডি প্লাস ওএলইডি LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট, হাই রেজলিউশন, HDR10+, 10 বিট কালার এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়া সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাস যোগ করা হয়েছে।
  • প্রসেসর: নতুন নাথিং ফোনে ইন্ডাস্ট্রি বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট রয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 720 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 4700 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Nothing OS 2.0 এ কাজ করে।
  • সুরক্ষা: সুরক্ষার জন্য এই ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে আগামী 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here