লিক হল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

ইনফিনিক্স এর জিটি সিরিজ সম্পর্কে সমালোচনার শেষ নেই। বিগত বেশ কিছু দিন ধরে এই সিরিজের Infinix GT 20 Pro স্মার্টফোনটি গুগল প্লে কনসোল, এফসিসি এবং অন্যান্য সার্টিফিকেশন সাইটে প্রকাশ্যে আসছে। তবে এবার ফোনটির লঞ্চ টাইমলাইন লিক হয়ে গেছে। এই মাসেই ফোনটি বাজারে আসতে চলেছে বলে জানা গেছে। কোম্পানি এই ফোনটিকে ইউএস এবং চীনে পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Infinix GT 20 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

  • অ্যান্ড্রয়েড হেডলাইন্সের রিপোর্ট অনুযায়ী Infinix GT 20 Pro ফোনটি এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে লঞ্চ করা হতে পারে।
  • লিক অনুযায়ী কোম্পানি এই ফোনটিকে ভারত সহ ইউএসের মার্কেটেও পেশ করতে পারে। যদি এটা হয় তবে কোম্পানি এই প্রথম ইউএস এবং চীনে একইসঙ্গে তাদের কোনো ফোন লঞ্চ করতে চলেছে।
  • জানিয়ে রাখি ভারতীয় বাজারে অনেকদিন ধরেই ইনফিনিক্স তাদের স্মার্টফোন লঞ্চ করছে। তবে চীন ও ইউএসে এই নতুন ফোনের প্রতি মানুষের রেসপন্স কেমন হবে তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Infinix GT 20 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিজাইন: আগের জিটি 10 প্রো মডেলের মতোই এই Infinix GT 20 Pro ফোনেও একই সাইবার মেচা ডিজাইন দেখতে পাওয়া যেতে পারে। ফলে নতুন ফোনের ব্যাক প্যানেলেও ইউনিক লুক এবং LED লাইট দেওয়া হতে পারে।
  • ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Infinix GT 20 Pro ফোনটিতে OLED প্যানেল দেওয়া হতে পারে। এটি ফুল HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হতে পারে। সুরক্ষার জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টস সেন্সর থাকতে পারে।
  • প্রসেসর: লিক এবং লিস্টিং অনুযায়ী Infinix GT 20 Pro ফোনটিতে MediaTek Dimensity 8200 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে। এতে 8জিবি RAM + 256জিবি স্টোরেজ এবং 12জিবি RAM + 256জিবি স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি: নতুন Infinix ফোনে 5,000mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • ওএস: Infinix GT 20 Pro ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএসে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here