Jio পেশ করল নতুন প্ল‍্যান, দেখুন এই প্ল‍্যান এয়ারটেল ও ভোডাফোনের চেয়ে কত সস্তা

মোবাইলে কথা বলার খরচা এখন আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের পর এবার ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যতম বড় কোম্পানি জিও তাদের নতুন ও দাম বাড়ানো ট‍্যারিফ পেশ করে দিয়েছে। কোম্পানি নতুন JIO “ALL-IN-ONE” প্ল‍্যান পেশ করেছে এবং এই প্ল‍্যান আগামীকাল অর্থাৎ 6 ডিসেম্বর থেকে কার্যকর হয়ে যাবে। তবে 6 ডিসেম্বরের আগে পর্যন্ত সমস্ত জিও গ্ৰাহক পুরোনো প্ল‍্যান রিচার্জ করে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন : Jio নিয়ে এল 1,776 টাকা দামের নতুন প্ল‍্যান, এক বছরের জন্য পাওয়া যাবে 672 জিবি ডেটা

রিলায়েন্স জিওর 34.8 কোটি গ্ৰাহকরা আজ অর্থাৎ 5 ডিসেম্বর পর্যন্ত একটু শান্তি পাবেন। অর্থাৎ আজকেই শেষবারের মতো পুরোনো এবং কম দামের প্ল‍্যান রিচার্জ করতে পারবেন। অন‍্যান‍্য সব কোম্পানি কিন্তু তাদের নতুন প্ল‍্যান 3 ডিসেম্বর থেকে কার্যকর হয়ে গেছে। তবে বিভিন্ন কানাঘুষো সত্য প্রমাণ করে জিও তাদের গ্ৰাহকদের 300 শতাংশ বেশি বেনিফিট দিচ্ছে।

দিও তাদের নতুন প্ল‍্যান বেশ কয়েকটি ক‍্যাটাগরি হিসেবে পেশ করেছে। কোম্পানির পেশ করা নতুন JIO “ALL-IN-ONE” প্ল‍্যান 1 মাস, 2 মাস, 3 মাস, 12 মাস এবং অ্যাফোর্ডেবল প্ল‍্যান ক‍্যাটাগরিতে পেশ করেছে। এই প্রতিটি প্ল‍্যানে ইউজারদের বেশ কিছু বেনিফিট‌ও দেওয়া হবে। চলুন সবকটি প্ল‍্যান সম্পর্কে ডিটেইলসে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : চলে এল এমন টেকনোলজি যা মাত্র 1 মিনিটেই একটি স্মার্টফোন 80 শতাংশ চার্জ করবে

1 মাস ভ‍্যালিডিটির প্ল‍্যান

কোম্পানি 1 মাস ক‍্যাটাগরিতে তিনটি ট‍্যারিফ পেশ করেছে। এই তিনটি প্ল‍্যানের মধ্যে 199 টাকার প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 করে ডেটা, 249 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা এবং 349 টাকা দামের প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়া এই তিনটি প্ল‍্যানেই ইউজারদের আনলিমিটেড জিও টু জিও কলের সঙ্গে 1,000 মিনিট IUC কলিঙের জন্য পাওয়া যাবে যা অফ নেট কলের জন্য ব‍্যবহার করা যাবে। এই তিনটি প্ল‍্যানের‌ই ভ‍্যালিডিটি 28 দিন।

2 মাস ভ‍্যালিডিটির প্ল‍্যান

1 মাস ভ‍্যালিডিটির প্ল‍্যানের মতোই কোম্পানি 2 মাসের ভ‍্যালিডিটিযুক্ত দুটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এই ক‍্যাটাগরিতে 399 টাকার প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং 444 টাকা দামের প্ল‍্যানে 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়া ইউজারদের আনলিমিটেড অন নেট কলের সঙ্গে অফ নেট কলের জন্য 2,000 মিনিট IUC টকটাইম দেওয়া হবে। এই প্ল‍্যানদুটির ভ‍্যালিডিটি 56 দিন।

আরও পড়ুন : অনলাইন জোচ্চুরির আরেক শিকার, আমাজনে অর্ডার দেওয়া হল Xiaomi Redmi 7, ফোন না দিয়েই বলা হল “Delivered”

3 মাস ভ‍্যালিডিটির প্ল‍্যান

কোম্পানি 2 মাস ভ‍্যালিডিটির মতো 3 মাস ক‍্যাটাগরিতেও দুটি প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানদুটির মধ্যে 555 টাকার প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি এবং 599 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হবে। এছাড়া এই দুটি প্ল‍্যানে জিও টু জিও প্ল‍্যানে আনলিমিটেড ফ্রি কলের সঙ্গে 3,000 মিনিট IUC টকটাইম পাওয়া যাবে, যা অফ নেট কলের জন্য ব‍্যবহৃত হবে। এই দুটি প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন।

12 মাস ভ‍্যালিডিটির প্ল‍্যান

12 মাস ভ‍্যালিডিটির ক‍্যাটাগরিতে কোম্পানি 2,199 টাকা দামের একটি প্ল‍্যান লঞ্চ করেছে। এই প‍্যাকটি রিচার্জ করলে গ্ৰাহকরা প্রতিদিন 1.5 করে ডেটা পাবেন। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড অন নেট কলের সঙ্গে 12,000 মিনিট IUC টকটাইম পাওয়া যাবে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 365 দিন।

আরও পড়ুন : Report : Jio এর প্ল‍্যানের দাম বাড়ার পরেও থাকবে Airtel ও Vodafone-Idea এর থেকে সস্তা

অ্যাফোর্ডেবল প্ল‍্যান

এই ক‍্যাটাগরিতে কোম্পানি 129 টাকা, 329 টাকা এবং 1,299 টাকা দামের তিনটি প্ল‍্যান পেশ করেছে। ইউজারদের 129 টাকা দামের প্ল‍্যানে 28 দিনের ভ‍্যালিডিটির জন্য 2 জিবি ডেটা ও 1,000 IUC কলিং মিনিট দেওয়া হবে। এক‌ইভাবে 329 টাকার প্ল‍্যানে 84 দিনের জন্য 6 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল‍্যানে 3,000 IUC কলিং উপভোগ করা যাবে। একদম শেষ 1,299 টাকা দামের প্ল‍্যানে 365 দিন ভ‍্যালিডিটির জন্য 24 জিবি ডেটা দেওয়া হবে। এই লং টার্ম প্ল‍্যানে 12,000 IUC মিনিটের সুবিধা দেওয়া হচ্ছে। 

আরও যেসব সুবিধা পাওয়া যাবে :

1. Jio TV এর পক্ষ থেকে পাওয়া যাবে 600+ টিভি চ্যানেল, যার মধ্যে আছে 100+ এইচডি চ‍্যানেল।
2. JioCinema তে 10,000+ ফিল্ম ও Disney, Marvel, Pixar, Lucas, Voot, ErosNow, Alt Balaji, Paramount, SunNxt এবং আরও বেশ কিছু কন্টেন্ট পার্টনারের কন্টেন্ট পাওয়া যাবে।
3. JioSaavn এর পক্ষ থেকে 5+ কোটি গান ও ফ্রি কলার টিউনের সুবিধা পাওয়া যাবে।
4. JioNews এ আছে 150+ লাইভ নিউজ চ‍্যানেল, 300+ নিউজপেপার এডিশন ও 800+ ম‍্যাগাজিন।
5. JioSecurity এর পক্ষ থেকে পাওয়া যাবে Norton’s প্রিমিয়াম মোবিলিটি সিকিউরিটি সুটের অ্যাকসেস।
6. JioCloud এ পাওয়া যাবে 5 জিবি ক্লাউড স্টোরেজের অ্যাকসেস।
7. JioHealthHub এ আছে টেস্ট বুক, ডাক্তারের পরামর্শ এবং ওজন সম্পর্কে পরামর্শ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here