Infinix ভারতের বাজারে তাদের HOT 50 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এবার এই সিরিজের অধীনে Infinix HOT 50i ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটি প্রথমে গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই এন্ট্রি লেভেল ফোনটি ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশন এবং টিজার পোস্টারের ছবি প্রকাশ্যে এসে গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
Infinix HOT 50i ফোনের ডিজাইন
মাই স্মার্ট প্রাইসের মাধ্যমে Infinix HOT 50i ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস জানা গেছে। লিক পোস্টারে এলইডি ফ্ল্যাশ এবং ক্যামেরা সেটআপ সহ এই ফোনের কার্ভ স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকব্র। লেটেস্ট লিক অনুযায়ী এই ফোনটি স্লিক ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে এবং সেজ গ্রীন কালার অপশনে সেল করা হবে।
Infinix HOT 50i ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: লিক অনুযায়ী আপকামিং Infinix HOT 50i ফোনে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে। এই ফোনে ডায়নামিক বার এবং অলওয়েজ অন ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Helio G81 চিপসেট দেওয়া হতে পারে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM এবং 4GB Virtual RAM যোগ করা হতে পারে। অর্থাৎ এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে বলে জানা গেছে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: Infinix HOT 50i ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে।
- ওএস: Infinix HOT 50i ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস সহ পেশ করা হতে পারে।
- অন্যান্য: এই ফোনে 48 মাস ফ্লুয়েন্ট পারফরমেন্স, সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য 300% আলট্রা ভলিউম সহ ডুয়েল স্পিকার থাকতে পারে।