বিশ্বের প্রথম 3D Curved Display সহ স্মার্টফোন লঞ্চ করে ইনফিনিক্স আলোড়ন সৃষ্টি করেছে। কোম্পানি গ্লোবাল মার্কেটে তাদের এই স্মার্টফোনটি Infinix Hot 60 Pro+ নামে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 60 Pro স্মার্টফোনটিও লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 60 Pro স্মার্টফোনের ডিটেইল সম্পর্কে।
Infinix Hot 60 Pro স্মার্টফোনের বিশেষত্ব
Infinix Hot 60 Pro স্মার্টফোনটি একটি সুগন্ধি ফোন হিসাবে পেশ করা হয়েছে, এর ব্যাক প্যানেল থেকে সুগন্ধি ছড়াবে। কপানির পক্ষ থেকে এটি Scent Wave design ডিজাইনে তৈরি করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ইন্ডাস্ট্রির প্রথম 3-Multi Sensory এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন। ফোনটির বডি স্পর্শ করলে নরম লাগে, সব দিক থেকেই দেখতে বেশ উজ্জ্বল এবং ফোনটি থেকে সুগন্ধি বের হয়।
Infinix Hot 60 Pro স্মার্টফোনটি মজবুত Aerospace-Grade Aluminum ফ্রেম দিয়ে তৈরি এবং এই স্ক্রিনে 200% চেয়েও বেশি ড্রপ ও রেজিস্টেন্স গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 1.5 মিটার উঁচু থেকে পড়ার পরও সুরক্ষিত থাকব।
Infinix Hot 60 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
- 6.78″ 1.5K 144Hz Display
- 8GB RAM + 256GB Storage
- MediaTek Helio G200
- 8GB Extended RAM
- 50MP Rear Camera
- 13MP Front Camera
- 5,160mAh Battery
- 45W Fast Charging
ডিসপ্লে
Infinix Hot 60 Pro স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এলটিপিএস টেকনোলোজি সহ AMOLED ডিসপ্লেয়েতে 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।
প্রসেসর
Infinix Hot 60 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS15.1 সহ অঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।
স্টোরেজ
গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যায়। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। Infinix Hot 60 Pro স্মার্টফোনটিতে LPDDR4X RAM + UFS2.2 Storage ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 2TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Infinix Hot 60 Pro স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 60 Pro স্মার্টফোনটিতে শক্তিশালী 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি 5 বছরের ব্যাটারি হেলথ সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 10W Reverse চার্জিং ফিচার রয়েছে, এর ফলে ইয়ারবাড বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে চার্জ করা যাবে।
অন্যান্য ফিচার
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ইনফিনিক্স স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Wi-Fi 802.11 ও Bluetooth 5.4 সহ NFC এবং OTG সাপোর্ট করে। এছাড়াও এতে FM রয়েছে। এই স্মার্টফোনটিকে রিমোট হিসাবে ব্যাবহার করার জন্য এতে Infrared সেন্সর যোগ করা হয়েছে।
Infinix Hot 60 Pro এর দাম ও সেল
এখনও কোম্পানির পক্ষ থেকে Hot 60 Pro স্মার্টফোনের দাম সম্পর্কে জাননো হয়নি। এই সপ্তাহের মধ্যে বিশ্বের আলাদা আলাদা বাজারে স্মার্টফোনটির সেল শুরু হবে এবং বিভিন্ন মার্কেট অনুযায়ী এটির দাম আলাদা আলাদা রাখা হবে। এই সস্তা স্মার্টফোনটির দাম 10 হাজার টাকা থেকে 12 হাজার টাকা মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির কনফার্ম দাম এবং ভারতীয় লঞ্চ ডেট জানা গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Infinix Hot 60 5G+ এর ভারতীয় দাম ও স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Infinix Hot 60 5G+ স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 10,499 টাকা দামে সেল করা হবে। ইনফিনিক্স স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7020 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জনও স্মার্টফোনটিতে 18W ফাস্ট চার্জিং এবং 5,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Infinix Hot 60 5G+ স্মার্টফোনটিতে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + পোট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15 সহ লঞ্চ করা হয়েছে।













