20 মে মার্কেটে লঞ্চ হবে Vivo Y200t এবং Vivo Y200 GT স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

সম্প্রতি ভিভো ঘোষণা করে জানিয়েছিল আগামী 20 মে কোম্পানি তাদের হোম মার্কেটে চীনে নতুন Vivo Y200 5G series পেশ করতে চলেছে। আজ কোম্পানি পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই সিরিজে Vivo Y200t এবং Vivo Y200 GT স্মার্টফোন লঞ্চ করা হবে। এই দুটি ফোনের ডিটেইলস নিচে জানানো হল।

Vivo Y200 GT (লিক)

  • ডিসপ্লে: Vivo Y200 GT ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হতে পারে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 1200 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে ওআইএস ফিচার সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Vivo Y200t (লিক)

  • ডিসপ্লে: Vivo Y200t ফোনে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: Vivo Y200t ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকতে পারে। ইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y200t ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here