লঞ্চ হলো ভারতের সবচেয়ে সস্তা 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 4 জিবি র‍্যাম‌ওয়ালা ফোন Infinix Hot 8, Xiaomi-Realme কে কড়া টক্কর

Infinix কিছু দিন আগে ঘোষনা করেছিল কোম্পানি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে চলেছে এবং এই উদ্দেশ্য নিয়ে কোম্পানি তাদের নতুন ডিভাইস Hot 8 লঞ্চ করবে। গত পরশু কোম্পানি এই ফোনটি পেশ করে দিয়েছে। অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে দুর্দান্ত লুক‌ওয়ালা এই ফোনটি কোম্পানির লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে যা অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

Exclusive: দেখে নিন Vivo V17 Pro এর রিয়েল ইমেজ, এতে থাকবে ডুয়েল পপ-আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা

লুক
Infinix এর পক্ষ থেকে এই ফোনটি বেজল লেস ডিউড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির দুই সাইড বেজল লেস হলেও এর নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে এবং ডিসপ্লের ওপরে “ভি” শেপের ছোট নচ দেওয়া হয়েছে। Infinix Hot 8 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের মধ্যেই ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। সেট‌আপে দুটি সেন্সর ফ্ল‍্যাশ লাইটের ওপরে এবং একটি নিচে অবস্থিত।

Infinix Hot 8 এর ব‍্যাক প‍্যানেলে মাঝখানে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে Infinix এর ব্র‍্যান্ডিং আছে। ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের একদিকে স্পীকার এবং অন‍্যদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। Infinix Hot 8 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন আছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত।

Exclusive: দীপাবলির আগেই ভারতে লঞ্চ হবে Vivo Nex, প্রতিযোগিতায় পড়বে OnePlus 7T

স্পেসিফিকেশন
Infinix Hot 8 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 8 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ফোটোগ্ৰাফির জন্য Infinix Hot 8 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে Infinix Hot 8 এ 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy M30s

Infinix Hot 8 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এই ফোনটি সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Infinix Hot 8 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী 12 সেপ্টেম্বর থেকে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে বেচা হবে। সবচেয়ে বড়ো কথা Infinix Hot 8 এই দামে আগামী 31 অক্টোবর পর্যন্ত সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here