Exclusive: দীপাবলির আগেই ভারতে লঞ্চ হবে Vivo Nex, প্রতিযোগিতায় পড়বে OnePlus 7T

দীপাবলি আসতে আসতে ভারতের স্মার্টফোন ইউজাররা একের পর এক দুর্দান্ত কিছু স্মার্টফোন দেখতে পাবেন যার সূচনা Samsung Galaxy Note 10 এর মাধ্যমে ইতিমধ্যে হয়ে গেছে। অন‍্যদিকে Apple ও Google ও তাদের আগামী ফোন লঞ্চের জন্য প্রস্তুত। জানিয়ে রাখি এত কিছুর মাঝে Vivo তাদের এবছরের সবচেয়ে বড়ো স্মার্টফোন Nex 3 ও লঞ্চ করতে চলেছে। 16 সেপ্টেম্বর এই ফোনটি চীনে লঞ্চ করা হবে এবং এর কিছু দিন পরেই ফোনটি ভারতেও লঞ্চ করে দেওয়া হবে। আমরা এবিষয়ে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। সবচেয়ে বড়ো কথা এই তথ্য কোম্পানির এক কর্মকর্তার থেকে জানা গেছে যে এইসব তথ্য তাঁর নাম না প্রকাশ করার শর্তের বিনিময়ে জানিয়েছেন।

লঞ্চ হলো Samsung Galaxy A90 5G, এতে আছে 8 জিবি র‍্যাম, স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

তিনি বলেছেন, “ভারতে সেপ্টেম্বরেই Vivo V17 Pro লঞ্চ করে দেওয়া হবে। আবার এর পরের মাসেই কোম্পানি তাদের আগামী স্মার্টফোন Vivo Nex 3 লঞ্চের পরিকল্পনা করছে। দীপাবলির আগেই কোম্পানি এই ফোনটি ভারতে লঞ্চ করে দিতে পারে এবং এর জন্য ইতিমধ্যে সমস্ত আধিকারিকদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তবে কোম্পানি এবার অত্যন্ত সীমিত সংখ্যক ফোন আনতে চলেছে বলে জানা গেছে। ভারতে ফোনটি লিমিটেড স্টকের সঙ্গেই লঞ্চ করা হবে।”

কোম্পানি তাদের প্রথম Vivo Nex মডেল‌ও ভারতে লঞ্চ করেছিল। তবে ডুয়েল ডিসপ্লেওয়ালা দ্বিতীয় মডেল ভারতে আসেনি। আবার কোম্পানি এবারে Vivo Nex 3 ভারতে আনতে চলেছে। এবিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া না হলেও এটুকু তো বোঝাই যাচ্ছে যে কোম্পানি ভারতে Vivo V17, V17 Pro এবং Nex 3 সহ আরও কয়েকটি মডেল পেশ করতে চলেছে।

বন্ধ হলো Xiaomi Mi A3 এর ফ্ল‍্যাশ সেল, এখন থেকে সবসময়ই পাওয়া যাবে এই 4030 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

Vivo Nex 3 স্পেসিফিকেশন
আগেই জানা গেছে যে আগামী 16 সেপ্টেম্বর চীনে Vivo Nex 3 লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে এই ফোনটির 5জি মডেল‌ও পেশ করা হবে। এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা ওয়াটার ফল ডিসপ্লেসহ লঞ্চ করা হবে। আবার অন‍্যদিকে চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে Vivo Nex 3 এর দুটি মডেল লিস্টেড করা হয়েছে এবং এখানে ফোনটির প্রায় সব স্পেসিফিকেশন‌ই লিস্টেড করা আছে। এই লিস্ট করা ফোনে 6.89 ইঞ্চির এমোলেড স্ক্রিনের কথা উল্লেখ করা হয়েছে।

কোম্পানি এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ এর সঙ্গে লিস্টেড করেছে এবং এতে 2.96 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আপাতত স্মার্টফোনের জন্য এটিই সবচেয়ে শক্তিশালী চিপসেটে। Vivo Nex 3 ফোনটির 8 জিবি ও 12 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্ট পেশ করা হতে পারে। ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

4,000 টাকা সস্তা হলো Nokia 8.1, Nokia 8110 4G ফোন পাওয়া যাবে মাত্র 2,999 টাকার বিনিময়ে

Vivo Nex 3 এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হতে পারে। কোম্পানি এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা যোগ করতে পারে। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটিও 13 মেগাপিক্সেলের হবে।

সেলফির জন্য Vivo Nex 3 তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। আশা করা হচ্ছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,410 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

32 মেগাপিক্সেলের সেলফি এবং চারটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো 8 জিবি র‍্যাম‌ওয়ালা Huawei Nova 5T

Vivo পরবর্তী পরিকল্পনা
কোম্পানির পরিকল্পনা অনুযায়ী Vivo আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি নতুন ফোন পেশ করতে পারে যার মধ‍্যে V17, V17 Pro এবং Nex 3 ছাড়াও কোম্পানির U সিরিজের ফোন থাকবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here