গ্লোবাল বাজারে লঞ্চ হল Infinix Note 40 এবং Note 40 Pro 4G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আন্তর্জাতিক বাজারে ইনফিনিক্স তাদের নেট 40 সিরিজ পেশ করেছে। এই সিরিজে ইনফিনিক্স নোট 40 এবং ইনফিনিক্স নোট 40 প্রো নামের দুটি 4G স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনের মাধ্যমে ব্র্যান্ড আরও একবার কম দামে ফোন লঞ্চ করে তাদের ফ্যানদের মন জয় করে নিয়েছে। জানিয়ে রাখি নোট 40 এবং নোট 40 প্রো ফোনে নতুন অ্যাক্টিভ হ্যালো এলইডি ফিচার সহ 108 মেগাপিক্সেল ক্যামেরা, 70 ওয়াট পর্যন্ত ফাস্ট ও 20 ওয়াট ওয়্যারলেস চার্জিঙের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই নতুন ফোনদুটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix Note 40 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: ইনফিনিক্স নোট 40 স্মার্টফোনে 6.78 ইঞ্চির এফএইচডি+ LTPS AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 94% স্ক্রিন-টু-বডি রেশিও, 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, DCI-P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট করে।

নতুন ফিচার: ব্র্যান্ড নোট 40 এবং প্রো উভয় মডেলে ‘অ্যাক্টিভ হ্যালো’ নামের একটি নতুন ফিচার যোগ করেছে। এটি এই সেগমেন্টে প্রথম AI লাইটিং ফিচার, এর সাহায্যে ফোনে কল বা অন্য কোনো নোটিফিকেশন এলে ব্যাক প্যানেলে ক্যামেরার পাশে অবস্থিত এলইডি ফ্ল্যাশ রঙিন হয়ে জ্বলে ওঠে।

প্রসেসর: কোম্পানি এতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 আল্টিমেট অক্টাকোর প্রসেসর যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি জি57 এমসি2 জিপিইউ ব্যাবহার করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ডিভাইসে 8GB র‍্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB এক্সটেন্ডেড র‍্যাম রয়েছে। এর মাধ্যমে ফোনটির র‍্যাম 16GB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নোট 40 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি AI লেন্স রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নোট 40 স্মার্টফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনটি 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগ চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্প্ল্যাশ-প্রুফ রেটিং, ডুয়াল সিম 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ডুয়াল স্পিকার বিভিন্ন প্রয়োজনীয় অ্যাডভান্স অপশন রয়েছে।
অপারেটিং সিস্টেম: Infinix Note 40 ফোনটি XOS 14 এ কাজ করে।

Infinix Note 40 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: ইনফিনিক্স তাদের নোট 40 প্রো মডেলে 6.78 ইঞ্চির LTPS 3D কার্ভড এমোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। এই ডিসপ্লেতে এফএইচডি+ 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন, 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং DCI-P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট পাওয়া যায়।

প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ডিভাইসে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও G99 আল্টিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালি G57MC2 জি‌পিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য প্রো মডেলে 12GB পর্যন্ত র‍্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ প্রদাযোগ ন করা হয়েছে। এর সাথেই এই মডেলটি 12GB এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নোট 40 প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং দুটি 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: নোট 40 প্রোতে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগ চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: এই ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্প্ল্যাশপ্রুফ রেটিং, ডুয়াল সিম 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ডুয়াল স্পিকার ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে।

অপারেটিং সিস্টেম: Infinix Note 40 Pro মোবাইলটিও XOS 14 সহ ডিজাইন করা হয়েছে।

Infinix Note 40 এবং Infinix Note 40 Pro ফোনের দাম

  • Infinix Note 40 ডিভাইসটি গ্লোবাল বাজারে 199 ডলার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 16,496 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • Infinix Note 40 Pro মডেলের আরম্ভিক মূল্য 259 ডলার অর্থাৎ প্রায় 21,470 টাকা।
  • জানিয়ে রাখি এই মোবাইলগুলির দাম বিভিন্ন দেশের মুদ্রা অনুযায়ী বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এছাড়া এগুলি আজ অর্থাৎ 19 মার্চ থেকে এই ফোনগুলির সেল শুরু হবে।
  • এই স্মার্টফোনগুলি শীঘ্রই ভারতেও উপস্থিত হবে কারণ ব্রান্ড কামিং সুন সহ এগুলির টিজার শেয়ার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here