এপ্রিল মাসে ভারতে লঞ্চ হবে Infinix Note 40 Pro 5G সিরিজ, জানানল কোম্পানি

গত 18 মার্চ ইনফিনিক্স গ্লোবাল বাজারে তাদের Note 40 সিরিজ পেশ করেছিল। এবার জানানো হয়েছে আগামী এপ্রিল মাসে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। মনে করিয়ে দিই এই সিরিজে কোম্পানি Note 40, Note 40 Pro, Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G নামের চারটি স্মার্টফোন লঞ্চ করেছিল। ফ্লিপকার্ট পেজে এই 5G ফোন লঞ্চের কথা জানানো হয়েছে। তাই ভারতে শুধুমাত্র দুটি 5G ফোন লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

ভারতে লঞ্চ হবে Infinix Note 40 Pro 5G

  • শপিং সাইট ফ্লিপকার্টে Infinix Note 40 Pro 5G সিরিজের লঞ্চ আগামী এপ্রিল মাসে করা হবে বলে জানানো হয়েছে।
  • নিচে শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে ব্র্যান্ড আগামী এপ্রিল মাসে Infinix Note 40 Pro 5G সিরিজের লঞ্চের কথা টিজ করেছে।
  • এই সিরিজে Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G ফোনদুটি লঞ্চ করা হতে পারে।
  • তবে টিজারে লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আমাদের সোর্স অনুযায়ী এপ্রিল মাসের 12 তারিখ এই সিরিজ লঞ্চ করা হতে পারে।

Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: এই দুটি স্মার্টফোনে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এচডি+ কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট ব্রাইটনেস এবং 2160 হার্টজ পিডব্লিউএম ডিমিং ফিচার সাপোর্ট করে।
  • প্রসেসর: Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনগুলিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেন্সিটি 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে ওআইএস ফিচার সাপোর্টেড এফ/1.75 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনে f/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Infinix স্মার্টফোনগুলিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর মধ্যে Infinix Note 40 Pro 5G ফোনে 45 ওয়াট চার্জিং এবং Infinix Note 40 Pro+ 5G ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। উভয় ফোনেই 20 ওয়াট ওয়ায়ারলেস চার্জিং টেকনোলজি রয়েছে।
  • অন্যান্য: Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ফোনগুলি IP53 রেটিং সহ পেশ করা হয়েছে। এতে 14 5G ব্যান্ড, NFC, Bluetooth 5.3, IR Blaster, JBL Stereo speakers এবং ডুয়াল মাইক্রোফোনের মতো প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here