মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, সঙ্গে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 4,000 এম‌এএইচের ব‍্যাটারী

টেক কোম্পানি Infinix গত সপ্তাহে নাইজেরিয়াতে তাদের “এস” সিরিজের নতুন স্মার্টফোন S5 Lite লঞ্চ করেছিল। ফোনটির সুন্দর লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন দেখার পর ভারতীয় স্মার্টফোন প্রেমীরাও এই ফোনটির জন্য অপেক্ষা করছিল। এবার ভারতীয় ইউজারদের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে Infinix এর পক্ষ থেকে ভারতে S5 Lite লঞ্চ করে দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি মাত্র 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 22 নভেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল Vivo Y19, এতে আছে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা, দাম মাত্র 13,990 টাকা

লুক ও ডিজাইন

Infinix S5 Lite ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে, যা এই ফোনের অন‍্যতম বড় একটি বিশেষত্ব। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকে একটি ছোট হোল দেওয়া হয়েছে এবং এই হোলের মধ্যেই ফোনের সেলফি ক‍্যামেরা অবস্থিত। Infinix S5 Lite এর ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট আছে। এক‌ইভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। Infinix S5 Lite এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। Infinix S5 Lite এ 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে এবং এই ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে স্পীকার আছে।

স্পেসিফিকেশন

Infinix S5 Lite ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1600 × 760 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে 2.5ডি কার্ভড গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। Infinix S5 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এক্স‌ওএস 5.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

আরও পড়ুন : সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই যা করবেন, নয়তো দিতে হতে পারে বড় খেসারত

ভারতে Infinix S5 Lite 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 64 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং একটি QVGA সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix S5 Lite এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Infinix S5 Lite ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। ভারতে Infinix S5 Lite মাত্র 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 22 নভেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে বেচা হবে। এই ফোনটি ব্ল‍্যাক, শিয়ান ও ভায়লেট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here