4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 6 মার্চ লঞ্চ হবে Infinix S5 Pro

Iconic Image from Google

Infinix গত মাসে জানিয়ে দিয়েছিল যে কোম্পানি একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত হবে। ইনফিনিক্সের এই আগামী স্মার্টফোনের নাম Infinix S5 Pro রাখা হবে এবং এই ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। আমরা এর আগে এই ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ রিপোর্টে এই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিলাম। আমাদের রিপোর্টে বলা হয়েছিল Infinix S5 Pro ফোনটি ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন হবে এবং এই ডিভাইসের দাম 10,000 টাকারও কম হবে। এবার ইনফিনিক্স অফিসিয়ালি তাদের Infinix S5 Pro ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে।

আরও পড়ুন: Vodafone নিয়ে এল 499 টাকার নতুন প্ল‍্যান, 70 দিনের জন্য পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা এবং ফ্রি আনলিমিটেড ভয়েস কল

ইনফিনিক্স তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে তাদের Infinix S5 Pro ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। টুইটের মাধ্যমে ইনফিনিক্স জানিয়েছে ব্র‍্যান্ডের আগামী পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন 6 মার্চ ভারতে লঞ্চ করা হবে। আগে এই ফোনটি 18 ফেব্রুয়ারি লঞ্চ করার কথা ছিল কিন্তু চীনে করোনা ভাইরাসের প্রকোপে ব্র‍্যান্ডের আগামী স্মার্টফোনের লঞ্চ ডেটে পরিবর্তন ঘটানো হয়েছে।

Infinix S5 Pro ফোনটি 10,000 টাকারও কম দামে লঞ্চ করা হবে। তাই আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন হবে। ইনফিনিক্স তাদের টুইটে জানিয়েছে Infinix S5 Pro ফ্লিপকার্ট ইউনিক ডিভাইস হবে এবং এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টেও সেল করা হবে।

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্টাইলিশ পেনের সঙ্গে লঞ্চ হল Moto G8 Power এবং Moto G Stylus

কেমন হবে লুক?

Infinix S5 Pro ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। তবে ফোনটির তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস হলেও নিচের দিকে একটু বডি পার্ট দেখা যায়। ফোনটির পপ আপ ক‍্যামেরা ওপরের প‍্যানেলে ডানদিকে অবস্থিত যা সেলফির কম‍্যান্ড দিলে ফোন বডির বাইরে বেরিয়ে এসে ফোটো ক্লিক করে। Infinix S5 Pro এর ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলেই মাঝ বরাবর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত এবং এর ঠিক নিচে Infinix এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। এক‌ইভাবে Infinix S5 Pro এর নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও স্পীকার গ্ৰিল অবস্থিত।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Infinix S5 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য জানা যায়নি। তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Infinix S5 Pro তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা AI Smart Power Management টেকনিকযুক্ত হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওএসের সঙ্গে মিডিয়াটেক চিপসেটে রান করবে। এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেখা যাবে। Infinix S5 Pro লঞ্চের পর টেক কোম্পানি Tecno ব্র‍্যান্ড‌ও ভারতে তাদের পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ করবে। কিন্তু সবচেয়ে বড় কথা Infinix এবং Tecno উভয় ব্র‍্যান্ড Transsion Holdings Limited এর অধীনস্থ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here