কম দামে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ইনফিনিক্স গ্লোবাল বাজারে তাদের নতুন ‘স্মার্ট 10 সিরিজ’ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Infinix Smart 10, Smart 10 HD এবং Smart 10 Plus তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই লো বাজেট রেঞ্জে স্মার্টফোনগুলি মাশেশিয়া বাজারে সেল শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের টপ ভেরিয়েন্ট Infinix Smart 10 Plus স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Infinix Smart 10 Plus এর দাম
- 4GB RAM + 128GB Storage – 349 MYR (7,100 টাকা)
- 8GB RAM + 128GB Storage – 399 MYR (8,100 টাকা)
মালয়েশিয়া বাজারে Infinix Smart 10 Plus স্মার্টফোনটি 4GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভারতীয় কারেন্সি অনুযায়ী ভ্যানিলা মডেলের দাম প্রায় 7 হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে টপ ভেরিয়েন্টের দাম 8 হাজার টাকার কাছাকাছি হবে। মালয়েশিয়া বাজারে ইনফিনিক্স স্মার্টফোনটি Sleek Black, Titanium Silver, Iris Blue ও Ruby Red কালার অপশনে সেল করা হবে।
Infinix Smart 10 Plus এর স্পেসিফিকেশন
- 6.67 HD+ 120Hz Display
- Unisoc T7250 CPU
- 8GB RAM + 128GB storage
- 8GB extended RAM
- 8MP Rear Camera
- 8MP Front Camera
- 15W 5,000mAh Battery
ডিসপ্লে
Infinix Smart 10 Plus স্মার্টফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ এইচডি + স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সহ 700 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
Infinix Smart 10 Plus স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15.1 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে ইউনিসোক টি7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই এন্ট্রি লেবল প্রসেসরে 1.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 হেক্সা কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 কোর রয়েছে।
স্টোরেজ
মালয়েশিয়া বাজারে Infinix Smart 10 Plus স্মার্টফোনটি 4GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্টেডেড RAM ফিচার রয়েছে, এর ফলে 4GB মডেলে 4GB ভার্চুয়াল RAM এবং 8GB মডেলে 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং 2টিবি পর্যন্ত মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের রেয়ার প্যানেলে অটোফোকাস এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 2K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 10 Plus স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Infinix Smart 10 Plus এর ফিচার
- স্মার্টফোনের সাইড ফ্রেমে One-Tap Infinix AI বাটন দেওয়া হয়েছে।
- সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
- অডিওর জন্য স্মার্টফোনটিতে ডুয়েল স্পিকার 3.5mm হেডফোন জ্যাক, DTS অডিও ও Hi-Res সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ওয়াইফাই এবং ব্লুটুথ সহ IR ব্লাস্টার যোগ করা হয়েছে।
- এই স্মার্টফোনটির ডায়মেনশন 165.62 x 77.01 x 8.25mm ও ওজন 187 গ্রামের কাছাকাছি।