Exclusive: Infinix এবং TECNO আনতে চলেছে সস্তা স্মার্ট টিভি, প্রতিযোগিতা বাড়ল Xiaomi ও Realme এর

ভারতীয় টেক মার্কেটে Infinix এর নাম সেইসব কোম্পানির লিস্টে আছে যেগুলি খুব খম দামে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে। কোয়াড রেয়ার ক‍্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে থেকে শুরু করে শক্তিশালী ব‍্যাটারী সব সেগমেন্টেই সবচেয়ে সস্তা স্মার্টফোন এই কোম্পানিই।লঞ্চ করেছে। Infinix এর প‍্যারেন্ট কোম্পানির আরেকটি কোম্পানি TECNO এর নাম‌ও এই লিস্টে আছে। একদিকে ইনফিনিক্স যেমন অনলাইন প্ল‍্যাটফর্মে তাদের ফোন সেল করে তেমনই টেকনো আবার অফলাইন মার্কেটে নিজের দখলদারি বজায় রেখেছে। এবার এই দুটি কোম্পানি সম্পর্কে একটি খবর পাওয়া গেছে। জানা গেছে স্মার্টফোনের পর এবার এই দুই কোম্পানি ভারতে তাদের স্মার্ট টেলিভিশন লঞ্চ করবে।

আরও পড়ুন: লিক হল OPPO Find X2 Lite এর ফুল স্পেসিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

আমরা বিশ্বস্ত সোর্স থেকে খবর পেয়ে জানতে পেরেছি Infinix এবং TECNO উভয় কোম্পানি ভারতে তাদের স্মার্ট টিভি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তথ্য অনুযায়ী ইনফিনিক্স গত জানুয়ারি মাসেই স্মার্ট টিভি সম্পর্কে ঘোষণা করার পরিকল্পনা করেছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে তারা সিদ্ধান্ত বদলাতে বাধা হন। আগামী দিনে যখন মার্কেট আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে কোম্পানি অফিসিয়ালি তাদের স্মার্ট টেলিভিশন পেশ করে দেবে। তাদের টিভির দৌলতে কোম্পানি স্মার্টফোন মার্কেটের মতোই রিয়েলমি ও শাওমিকে টক্কর দেবে।

ইনফিনিক্সের আগামী অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি সম্পর্কে জানা গেছে কোম্পানি এটি 43 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে। এই স্মার্ট টেলিভিশনের দাম 20,000 টাকার কাছাকাছি হবে। তবে মনে করা হচ্ছে কোম্পানি বাজারে একাধিক মডেল লঞ্চ করতে পারে। ইনফিনিক্সের পর টেকনোও তাদের স্মার্ট টিভি সেগমেন্ট নিয়ে তৈরি হয়ে রয়েছে। ইনফিনিক্সের স্মার্ট টিভি যেমন অনলাইনে সেল করা হবে তেমনই টেকনো স্মার্ট টেলিভিশন অফলাইন মার্কেটে রাজত্ব করবে। 

 আরও পড়ুন: Xiaomi করতে পারে ধামাকা, ফাইল করল বিশেষ ফোনের পেটেন্ট

Realme Smart TV

Realme Smart TV ভারতের BIS অর্থাৎ ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডে লিস্টেড করা হয়েছে এবং এই লিস্টিঙের কথা জানিয়েছেন স্বনামধন্য টিপস্টার মুকুল শর্মা। টিপস্টার তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে লিস্টিঙের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং এর থেকেই জানা গেছে Realme Smart TV বিআইএসে JSC55LSQLED মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে টিভির স্ক্রিন সম্পর্কেও জানা গেছে। এখানে Realme Smart TV এর 43 ইঞ্চির প‍্যানেলযুক্ত মডেল লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে Realme Smart TV এর বেস মডেলে 43 ইঞ্চির স্ক্রিন থাকবে এবং এর থেকে বড় ডিসপ্লেওয়ালা মডেল‌ও লঞ্চ করা হবে।

রিয়েলমি তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই টিভি সম্পর্কে মাধব শেঠ তাঁর বক্তব্যে জানান গোটা বিশ্বে সর্বপ্রথম এই টিভি ভারতেই লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এতে বিশেষ কাস্টমাইজেশন করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে Realme Smart TV লঞ্চ করা হবে। এই টিভি যে কম দামে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আরও মনে করা হচ্ছে ভারতীয় দর্শকের পছন্দ ও সুবিধা অনুযায়ী এই টিভিতে বিশেষ ফিচার থাকবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here