লিক হল OPPO Find X2 Lite এর ফুল স্পেসিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

টেক জগতে OPPO সম্পর্কে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে যে কোম্পানি তাদের ‘ফাইন্ড এক্স’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনটি OPPO Find X2 এর লাইট ভার্সন হবে। কিছু দিন আগে টেক ওয়েবসাইট প্রাইস বাবাতে OPPO Find X2 Lite এর রেন্ডার ইমেজ দেখা গিয়েছিল। এবার এই ফোনটির স্পেসিফিকেশন, দাম ও নতুন ছবি পাওয়া গেছে।

আরও পড়ুন: জেনে নিন Reliance Jio, Airtel ও Vodafone Idea কোম্পানি তিনটির প্রতিদিন 3 GB ডেটাওয়ালা বেস্ট প্ল‍্যান

ডিজাইন

জার্মান টেক ব্লগ Winfuture OPPO Find X2 Lite এর রেন্ডার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানিয়েছে। রেন্ডার অনুযায়ী এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে তৈরি দেখানো হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনটির ওপরের দিকে ছোট ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে।

OPPO Find X2 Lite এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের বাঁদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং এর সঙ্গেই ক‍্যামেরা ডিটেইলস লেখা আছে। এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। OPPO Find X2 Lite এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 4G ডাউনলোড স্পীডে সবচেয়ে এগিয়ে Airtel, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

স্পেসিফিকেশন

OPPO Find X2 Lite একটি 5G ফোন হবে এবং এতে 6.4 ইঞ্চির এমোলেড প‍্যানেল দেওয়া হবে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2400 পিক্সেল হবে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হবে এবং এই চিপসেটে 5G X52 মোডেম থাকবে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে নন এক্সপেন্ডেবল 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোটোগ্ৰাফির জন্য OPPO Find X2 Lite এ এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল 1/2.0 ইঞ্চির প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর থাকবে। 

ভিডিও কল ও সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য।OPPO Find X2 Lite এ 30 ওয়াট ওয়‍্যার চার্জিং এবং নো ওয়‍্যারলেস চার্জিং সাপোর্টেড 4,025 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এছাড়া এই ফোনটি কালার ওএস 7.0 যুক্ত অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কাজ করবে।

আরও পড়ুন: 8 GB RAM এর সঙ্গে OPPO A92 এবং 6 GB RAM এর সঙ্গে চলে এল OPPO A52, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী ইউরোপের মার্কেটে OPPO Find X2 Lite ব্ল‍্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটির দাম সম্পর্কে মনে করা হচ্ছে এই ফোনটি €500 (প্রায় 42,000 টাকা) দামে পেশ করা হবে। তভে যেহেতু এটি একটি লিক তাই ফোনটি লঞ্চ হলেই এই স্পেসিফিকেশন ও দামের সত‍্যতা সম্পর্কে জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here