Infinix খুব তাড়াতাড়ি তাদের Infinix Zero Flip স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির টিজারও শেয়ার করা হয়েছে। এবার লঞ্চের আগেই আপকামিং ফ্লিপ ফোনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। একটি গ্লোবাল রিটেলারের মাধ্যমে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই ফোনটি এই মাসে মধ্যে লঞ্চ করা হতে পারে।
Infinix Zero Flip এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: লিক অনুযায়ী Infinix Zero Flip 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির FHD+ এমোলেড প্রাইমারি ফোল্ডেবল স্ক্রিন দেওয়া হতে পারে। তবে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 3.64-ইঞ্চির এমোলেড সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটির আউটার ডিসপ্লে গোরিলা গ্লাস প্রোটেকশন সহ লঞ্চ করা হতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Infinix Zero Flip 5G ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.6 ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8020 অক্টাকোর সিপিইউ প্রসেসর দেওয়া হতে পারে।
- স্টোরেজ: Infinix Zero Flip ফোনটিতে স্টোরেজ এবং RAM এর জন্য এলপিডিডিআর4এক্স RAM এবং ইউএফএস 3.1 ইন্টারনাল স্টোরেজ ফিচার দেওয়া হতে পারে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 8জিবি RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
- ক্যামেরা: ইনফিনিক্সের ফ্লিপ ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 10.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। অন্যদিকে সেলফি তোলার জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার দুটি ক্যামেরা সাহায্যে 30fps 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
- ব্যাটারি: এই ফোনটিতে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,590mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি এবং ফাস্ট চার্জিঙের ফোনটিতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুত চার্জ হতে পারবে।
- অন্যান্য: Infinix Zero Flip ফোনটিতে স্টিরিও স্পিকার, ডুয়েল হাই কোয়ালিটি মাইক্রোফোন এবং DTS, হাই -রেজ অডিও সহ TUV সার্টিফিকেশন দেওয়া হবে বলে জানা গেছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC এবং USB-C পোর্ট থাকতে পারে। ছাড়াও সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
- ওএস: এই ইনফিনিক্স ফ্লিপ ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14.5 ও AI ফিচার সহ কাজ করতে পারে।
Something extraordinary is coming. A device that flips the script on what a phone can do. Stay tuned for the next chapter in Infinix innovation.
🔥 #Infinix #ZEROFlip #GetINNow pic.twitter.com/ZvSk3mOh7W— Infinix Mobile (@Infinix_Mobile) September 15, 2024
Infinix Zero Flip এর ডিজাইন
লিক অনুযায়ী ফোনটি ব্ল্যাক এবং পিঙ্ক এর মতো কালারে পেশ করা হতে পারে। এই ফোনটিতে বড়ো সেকেন্ডারি স্ক্রিন এবং এর উপরে দুটি ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে ফ্রন্টে ফ্ল্যাট ডিজাইন দেখা গেছে। এটি এই বাজেট রেঞ্জে একটি দুর্দান্ত ফোন হতে চলেছে।