10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone 15, iPhone 15 Plus এবং iPhone 14 ফোনের দাম, জেনে নিন নতুন দাম

গতকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর ভারতে iPhone 16 সিরিজ লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে iPhone 16, 16 Plus, 16 Pro এবং 16 Pro Max নামের চারটি ফোন পেশ করা হয়েছে। প্রতি বারের মতোই এবারেও কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন ফোন লঞ্চের সঙ্গে সঙ্গেই পূরণও সিরিজের দাম কমিয়ে দেওয়া হয়েছে। এবার কোম্পানি মোট 9টি আইফোনের দাম কমিয়ে দিয়েছে। কোন মডেলের দাম কত টাকা কম্বল সেই বিষয়ে নিছে বিস্তারত আলোচনা করা হল।

চিরতরে কমে গেল এইসব আইফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে নতুন আইফোন লঞ্চের পরই তাদের iPhone 15, iPhone 15 Plus এবং iPhone 14 ফোনের দাম কমানর কথা ঘোষণা করা হয়েছে। Apple India ভারতের বাজারে তাদের ফোনের দাম কমিয়ে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত ফোনের নতুন এবং পুরনো দাম সম্পর্কে।

10 হাজার টাকা পর্যন্ত সস্তা হল আইফোন

iPhone 14 এবং iPhone 15 সিরিজের 128GB, 256GB এবং 512GB মডেলের দাম লঞ্চ প্রাইসের চেয়ে 10,000 টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। অ্যাপেল সাধারণত তাদের প্রতিটি ফোনের একটি স্ট্যান্ডার্ড MRP সেয় করে দেয়। তাও বিভিন্ন থার্ড পার্টি রিটেইল স্টোরগুলি সেল চলাকালীন আরও কম দামে ফোন বেচে থাকে। টাই আগামী ফেস্টিভসেলে এই ফোনগুলি আরও কম দামে কেনা যাবে বলে আশা করা হচ্ছে।

আইফোন ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস নতুন দাম
iPhone 15 128GB Rs 79,900 Rs 69,900
256GB Rs 89,900 Rs 79,900
512GB Rs 109,900 Rs 99,900
iPhone 15 Plus 128GB Rs 89,900 Rs 79,900
256GB Rs 99,900 Rs 89,900
512GB Rs 1,19,900 Rs 109,900
iPhone 14 128GB Rs 79,900 Rs 59,900
256GB Rs 89,900 Rs 69,900
512GB Rs 1,09,900 Rs 89,900
iPhone 14 Plus 128GB Rs 89,990 Rs 69,900
256GB Rs 99,900 Rs 79,900
512GB Rs 1,19,900 Rs 99,900

 

নোট: আমাজন ওঁ ফ্লিপকার্টের মতো শপিং সাইটগুলিতে ফোনগুলির দাম আলাদা আলাদা হতে পারে।

ডিসকন্টিনিউ হল iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max

জানিয়ে রাখি iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা iPhone 16 Pro ও iPhone 16 Pro Max ফোনগুলি যেহেতু ভারতেই অ্যাসেম্বল করা হয়েছে তাই এই ফোনগুলির দাম আগের মডেলগুলির চেয়ে 15,000 টাকা কম। এর ফলে কোম্পানির সাইট থেকে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোনগুলি সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতের বাজারে ফোনগুলি ডিসকন্টিনিউ করে দেওয়া হল।

এখনও কি iPhone 15 বা তার চেয়ে পুরনো মডেল কেনা উচিত?

যারা এর মধ্যে কোনো আইফোন কেনার কথা ভাবছিলেন তাঁরা এখন ছাড় সহ এই ফোন কিনতে পারেন। এই পুরনো জেনারেশনের আইফোন এখন আরও কম দামে পাওয়া যাবে।

iPhone 15 এবং 15 Plus ফোনে এখনও পর্যন্ত দারুণ পারফরমেন্স পাওয়া যায় এবং আগামী 2028 সাল পর্যন্ত এই ফোনে আপডেট দেওয়া হবে বলে আশা করা যায়। তবে এই ফোনে নতুন অ্যাকশন বাটন, ক্যামেরা কন্ট্রোল বাটন, ফাস্ট Apple A18 প্রসেসর, বেশি RAM, AI সাপোর্ট, দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং স্পীড পাওয়া যাবে না।

iPhone 14 এবং iPhone 14 Plus আরও পুরনো মডেল। এই ফোনগুলিতে আরও এক বছর কম আপডেট, পুরনো ডিজাইন এবং কোম্পানির পুরনো লাইটনিং পোর্ট রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এতে iPhone 16 সিরিজের আপডেট পাওয়া যাবে না। তাও যদি এই দুটি মডেলের মধ্যে কোনো ফোন কিনতেই হয় তবে আমাদের মতে বড় স্ক্রিন এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফের কথা মাথায় রেখে প্লাস মডেলটি কেনা উচিত।

iPhone 14 Plus এবং iPhone 15 ফোনের মধ্যে কোনটি কেনা উচিত যদি সেই নিয়ে প্রশ্ন ওঠে তবে ইউজারদের নিজেদের প্রায়োরিটির কথা মাথায় রাখতে হবে। iPhone 15 ফোনটি কিনলে ভাল ক্যামেরা, এক বছর অতিরিক্ত আপডেট, USB-C পোর্ট এবং ডায়নামিক আইল্যান্ড পাওয়া যায়। অন্যদিকে iPhone 14 Plus ফোনে বড় স্ক্রিন এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি রয়েছে।

আগামী কয়েক মাসে উৎসবের মরসুমে Apple এর পাশাপাশি Amazon এবং Flipkart এর মতো শপিং সাইটগুলিতে এইসব ফোনের দামে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। তাই যারা এই ফোনগুলি কিনবেন তাঁরা যদি আড় কিছু দিন অপেক্ষা করেন তবে আরও কিছু টাকা বাঁচাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here