যারা একটি নতুন আইফোন কেনার কথা ভাবছেন এই পোস্টটি বিশেষ করে তাদের জন্য। পোস্টটিতে গত বছর লঞ্চ হওয়া iPhone 15 সিরিজের একটি ফোনে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে। বর্তমানে শপিং সাইট আমাজনে iPhone 15 Plus ফোনটি মাত্র 69,000 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। আমাজনে 19,700 টাকা ছাড় দেওয়ার পর দাম কমে এত কম হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 15 Plus ফোনের ডিসকাউন্ট ও অফার সম্পর্কে।
iPhone 15 Plus ফোনের ডিসকাউন্ট
- iPhone 15 Plus ফোনের দাম আপাতত 89,600 টাকা। আমাজনে এই ফোনটি 17% ছাড় সহ সেল করা হচ্ছে। ফলে ফোনটির দাম কমে 68,000 টাকা হয়ে গেছে। এটি iPhone 15 Plus ফোনটির 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম।
- Amazon Pay ICICI Credit Card এর মাধ্যমে ট্রানজংকশন করলে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং UPI ট্রানজংকশনের ক্ষেত্রে 1,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে।
- iPhone 15 Plus ফোনের 256GB ভেরিয়েন্টে ছাড়ের ফলে ফোনটির দাম 99,600 টাকা থেকে কমে 87,900 টাকা হয়ে গেছে।
- iPhone 15 Plus ফোনের 512GB মডেল 93,900 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। অথচ এই ফোনটি সাইটে 1,19,900 টাকা দামে লিস্টেড রয়েছে।
- কোম্পানির সাইটে ফোনটির 128GB মদে; ₹79900, 256GB ভেরিয়েন্ট ₹89,900 এবং 512GB মডেল ₹1,19,900 দামে লিস্টেড করা হয়েছে।
- iPhone 15 Plus ফোনটি গ্রীন, পিঙ্ক, ইয়েলো, ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে সেল করা হয়।
iPhone 15 Plus ফোনটি কি কেনা উচিৎ?
iPhone 15 Plus ফোনটি প্রায় এক বছর পুরনো, তাই ফোনটি কেনার আগে কয়েকটি বিষয়ে ভালো করে ভেবে নেওয়া উচিৎ। এই ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য বেশি ভালো যারা বড় স্ক্রিন সহ iPhone পছন্দ করেন, কারণ iPhone 15 Plus ফোনে 6.7 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। অন্যথায় ভ্যানিলা iPhone 15 ফোনটিও খারাপ নয়। গত বছর iPhone 15 Plus ফোনটি বাজারে আসার পর আমরা রিভিউ করে জানতে পেরেছিলাম এই ফোনে বেশ কিছু উল্লেখযোগ্য আপগ্রেড করা হয়েছে।
iPhone 15 Plus ফোনটির সাইজ বড় হলেও, ফোনটি হাতে ধরতে বেশ আরামদায়ক। এতে উজ্জ্বল ও আকর্ষণীয় ডিসপ্লে রয়েছে। এতে ভালো ব্যাটারি লাইফ ও দারুণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যায়। iPhone 15 Plus ফোনে USB টাইপ-C চার্জিং পোর্ট এবং ডায়নামিক আইল্যান্ড ফিচার রয়েছে। iPhone 15 Plus ফোনটির দামে এই ডিসকাউন্ট নিঃসন্দেহে একটি দারুণ ডিল, এই অফার সহ ফোনটি কেনাই যায়।
iPhone 15 Plus ফোনের স্পেসিফিকেশন
| স্পেসিফিকেশন | iPhone 15 Plus |
| স্ক্রিন | 6.7-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED |
| রেয়ার ক্যামেরা | 48MP প্রাইমারি (26 mm, ƒ/1.6) + 12MP আলট্রা ওয়াইড (13 mm, ƒ/2.4) |
| ফ্রন্ট ক্যামেরা | 12MP ট্রুডেপ্থ ক্যামেরা (ƒ/1.9) |
| প্রসেসর | A16 বায়োনিক চিপ |










