কোন দেশে iPhone 14 এর দাম কত? জেনে নিন ডিটেইলস

Apple হল সেইসব কোম্পানিগুলির মধ্যে অন্যতম যারা এক বছরে সিলেক্টেড কিছু প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে এবং তারপর মার্কেট জুড়ে রাজত্ব করে। এটা তো আপনারা সবাই জানেন যে iPhone এর দাম অনেক বেশি হওয়ার কারণে ভারতে আইফোনের দাম নিয়ে মজাও করা হয়। কিন্তু অনেকে বিশ্বাস করে যে আইফোনগুলি ভারতের তুলনায় বিদেশে অনেক কম বাজেটে সেল হয়। তাই এই পোস্টে আপনাদের বিশ্বের 14 টি দেশে iPhone 14 এর দামের একটি তালিকা দেওয়া হল। এই তালিকাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন দেশে আইফোন সবচেয়ে লো বাজেটে সেল হয়।

কোন দেশে বিক্রি হয় সবচেয়ে সস্তা আইফো?

আপনি যদি সবথেকে লো বাজেটে আইফোন কিনতে চান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সবথেকে ভাল অপশন। এই দেশগুলিতে iPhone 14 এর দাম ভারতের তুলনায় 10 হাজার টাকার থেকেও কম।

  • USA তে iPhone 14 এর দাম = $799 (প্রায় 66,000 টাকা)
  • ভারতে iPhone 14 এর দাম = 79,900 টাকা

এই পার্থক্যটি বেস মডেলের এবং এই দামের ব্যবধান বড় মডেলগুলিতে আরও বেশি বেড়ে যায়। iPhone 14 Pro ফোনটি ভারতে 1,29,900 টাকায় সেল হচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের দাম মাত্র 81,900 টাকা। বুঝতে পারছেন তো 48,000 টাকার বিশাল পার্থক্য। এই দামে তো দুটি মিডবাজেট অ্যান্ড্রয়েড ফোন চলে আসবে।

  • USA তে iPhone 14 Pro ফোনের দাম = $999 (প্রায় 81,900 টাকা)
  • ভারতে iPhone 14 Pro ফোনের দাম = 1,29,900 টাকা

কানাডাতে ভারতের তুলনায় iPhone এর দাম কম। নিচে বিশদে অ্যামাউন্ট সম্পর্কে জানানো হল।

iphone 14

  • কানাডায় iphone 14 ফোনের দাম – 1,099 কানাডিয়ান ডলার (প্রায় 67,000 টাকা)
  • ভারতে iphone 14 ফোনের দাম – 79,900 টাকা

iPhone 14 Pro

  • কানাডায় iPhone 14 Pro ফোনের দাম – 1,399 কানাডিয়ান ডলার (প্রায় 86,500 টাকা)
  • ভারতে iPhone 14 Pro ফোনের দাম – 1,29,900 টাকা

এই দেশগুলিতে ভারতের থেকে সস্তা iPhone সেল হয়

জাপান – 1,19,800 জেন (প্রায় 71,500 টাকা)

হংকং – 6,899 হংকং ডলার (প্রায় 72,800 টাকা)

দুবাই – AED 3,399 (প্রায় 76,500 টাকা)

অস্ট্রেলিয়া – 1,399 অস্ট্রেলিয়ান ডলার (প্রায় 75,900 টাকা)

থাইল্যান্ড – 32,900 THB (প্রায় 78,600 টাকা)

সিঙ্গাপুর –1,311 সিঙ্গাপুর ডলার (প্রায় 79,400 টাকা)

এই দেশগুলিতে আইফোনের দাম ভারতের থেকেও বেশি

ইতালি – 1,029 ইউরো (প্রায় 92,000 টাকা)

হাঙ্গেরি – 4,49,990 হাঙ্গেরিয়ান ফরিন্ট (প্রায় 1,07,000 টাকা)

পাকিস্তান – 3,85,999 পাকিস্তানি রুপি (প্রায় 1,10,500 টাকা)

টার্কি – 35,999 তুর্কি লিরা (প্রায় 1,13,200 টাকা)

সুইডেন – 14,997 সুইডিশ ক্রোনা (প্রায়।1,13,900 টাকা)

ব্রাজিল – 7,599 ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় 1,28,400 টাকা)

আপনিও যদি কোন দেশ সম্পর্কে জানতে চান যে সেখানে iPhone 14 এর দাম কত, তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন – iPhone Price

ভারতে iphone 14 সিরিজের দাম

iPhone 14

iPhone 14 128GB = 79,900 টাকা
iPhone 14 256GB = 89,900 টাকা
iPhone 14 512GB = 1,09,900 টাকা

iPhone 14 Plus

iPhone 14 Plus 128GB = 89,900 টাকা
iPhone 14 Plus 256GB = 99,900 টাকা
iPhone 14 Plus 512GB = 1,19,900 টাকা

iPhone 14 Pro

iPhone 14 Pro 128GB = 1,29,900 টাকা
iPhone 14 Pro 256GB = 1,39,900 টাকা
iPhone 14 Pro 512GB = 1,59,900 টাকা
iPhone 14 Pro 1TB = 1,79,900 টাকা

iPhone 14 Pro Max

iPhone 14 Pro Max 128GB = 1,39,900 টাকা
iPhone 14 Pro Max 256GB = 1,49,900 টাকা
iPhone 14 Pro Max 512GB = 1,69,900 টাকা
iPhone 14 Pro Max 1TB = 1,89,900 টাকা

iPhone 15 এর লঞ্চ ইভেন্ট

আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর নতুন আইফোন সিরিজ লঞ্চ করা হবে। ক্যালিফোর্নিয়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কোম্পানি এই ইভেন্টের নাম রেখেছে ‘Wonderlust‘ এবং এই অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকাল 10টায়। ভারতের স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী এই সময় রাত 10টা বেজে 30 মিনিট। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট apple.com এর মাধ্যমে আইফোন 15 লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। এছাড়া Apple TV app এও নতুন আইফোন লঞ্চ লাইভ দেখানো হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here