Geekbench এ তালিকাভুক্ত iQOO 11S স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • iQOO 11S ফোনটি 4 জুলাই লঞ্চ হবে।
  • এই স্মার্টফোনটি 16GB পর্যন্ত RAM সাপোর্ট করবে।
  • এই ফোনে 200W ফাস্ট চার্জিং থাকবে।

iQOO 11S স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এই ফোনটি আগামী 4 জুলাই লঞ্চ হবে। লঞ্চের আগে এই ডিভাইসটি বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এছাড়াও লিক রিপোর্টে এই ফোনের অনেক ডিটেইলস সামনে এসেছে। সম্প্রতি IQ 11S গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Geekbench এ তালিকাভুক্ত হয়েছে iQOO 11S স্মার্টফোন

নতুন iQOO ডিভাইসটি মডেল নম্বর V2304A সহ Geekbench এ তালিকাভুক্ত হয়েছে।

  • এই ফোনে 3.19GHz ক্লক স্পিড সহ Qualcomm-এর Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে বলে জানা গেছে।
  • উন্নত গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 740 GPU থাকবে।
  • তালিকা অনুযায়ী এই স্মার্টফোনটি 16GB পর্যন্ত RAM সাপোর্ট থাকবে।
  • এই মোবাইলটি Android 13-এ চলতে পারে।
  • এই ফোনটি সিঙ্গেল কোরে 1992 এবং মাল্টি-কোর টেস্টে 5230 স্কোর করেছে।

iQOO 11S ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.78 2K ডিসপ্লে
  • Snapdragon 8 Gen 2 চিপসেট
  • 16GB RAM +1TB স্টোরেজ
  • 50MP ক্যামেরা
  • 200W ফাস্ট চার্জিং

ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চি E6Amoled 2K ডিসপ্লে পাওয়া যাবে। এটি পাঞ্চ-হোল ডিজাইন এবং 144Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। আরও পড়ুন: লিক হল Realme Narzo 60 সিরিজের স্মার্টফোনের লুক এবং ডিজাইন, জেনে নিন ফিচার

প্রসেসর: এই ডিভাইসে 3.19GHz ক্লক স্পিড সহ Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে বলে জানা গেছে।

স্টোরেজ: iQOO 11S ফোনটি 16GB RAM + 1TB পর্যন্ত বিশাল স্টোরেজ সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি: দীর্ঘ ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনে 200W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO Reno10 5G সিরিজ, তার আগেই লাইভ হল প্রোডাক্ট পেজ, জেনে নিন ডিটেইলস

ক্যামেরা: এই মোবাইল ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। যেখানে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 13 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।

OS: এই ফোনটি Android 13-এ রান করবে।

অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়াল সিম, Wi-Fi, ব্লুটুথ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকা থাকবে। আরও পড়ুন: 8GB RAM পাওয়ার সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট itel A60S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here