iQOO 13 স্মার্টফোনে থাকতে পারে 6,000mAh ব্যাটারি এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা, লিক হল স্পেসিফিকেশন

iQOO তাদের নাম্বার সিরিজের অধীনে iQOO 13 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটি এই বছরের শেষ মাসের দিকে পেশ করা হতে পারে। এই ফোনটি সম্পর্কে তথ্য ক্রমাগত প্রকাশ্যে আসছে। সম্প্রতি একজন টিপস্টার এই আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। তবে লিকের মাধ্যমে এই ফোনের নাম জানা যায়নি, কিন্তু এই ফোনটি iQOO 13 স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার সম্পর্কে।

iQOO 13 এর ডিটেইলস (লিক)

 • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO 13 স্মার্টফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
 • লিক অনুযায়ী iQOO 13 স্মার্টফোনে মেটাল মিডিল ফ্রেম দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে গ্লাস বডি থাকতে পারে।
 • iQOO 13 স্মার্টফোনে 2K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি আগের 12 মডেলের মতোই।
 • টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রা-ওয়াইড এবং 50MP এর 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
 • iQOO 13 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই আপকামিং প্রসেসরটি অক্টোবার মাসে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই প্রসেসর ওয়ানপ্লাস13, শাওমি 15 এবং স্যামসাঙ গ্যালাক্সি S25 সিরিজ সহ আরও অন্যান্য ফোনে ব্যাবহার করা হতে পারে।
 • এই স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফিচার iQOO 12 ফোনে নেই।
 • এই ফোনে এডভান্স আলট্রা সোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

iQOO 12 এর স্পেসিফিকেশন

 • ডিসপ্লে: আগের মডেল iQOO 12 স্মার্টফোনে 6.78-ইঞ্চির LTPO এমোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট এবং 3000নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
 • প্রসেসর: iQOO 12 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ গত বছর লঞ্চ করা হয়েছিল। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 750 GPU রয়েছে।
 • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং এক্সন্টেটেড RAM রয়েছে।
 • ক্যামেরা: iQOO 12 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের অমনিভিশন OV50H প্রাইমারি, 50 মেগাপিক্সেলের স্যামসাঙ জেএন1 আলট্রা-ওয়াইড এবং 64 মেগাপিক্সেলের OV64B টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ক্যামেরা রয়েছে।
 • ব্যাটারি: iQOO 12 স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here