আজ থেকে শুরু iQOO 13 ফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ছাড়, জেনে নিন দাম ও অফার ডিটেইলস

আজ অর্থাৎ 11 ডিসেম্বর থেকে iQOO 13 ফোনের সেল শুরু হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনে Snapdragon 8 Elite প্রসেসর, 6,000mAh ব্যাটারি ও 50MP ট্রিপল রেয়ার ক্যামেরার পাশাপাশি বিভিন্ন শক্তিশালী ফিচার যোগ করা হয়েছে। এই নতুন iQOO ফোনটি দামে ব্যাঙ্ক অফারের দৌলতে 3,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। এই পোস্টে iQOO 13 ফোনের অফার, দাম, সেল ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

iQOO 13 ফোনের দাম এবং সেল

  • আজ অর্থাৎ 11 ডিসেম্বর দুপুর 12টা থেকে iQOO 13 ফোনের সেল শুরু হয়েছে।
  • এই ফোনটি Vivo এক্সক্লুসিভ স্টোর, iQOO ই-স্টোর, Amazon India এবং অন্যান্য স্টোরের মাধ্যমে সেল করা হবে।
  • HDFC এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড হোল্ডাররা ফোনটি কেনার সময় 3,000 টাকা ছাড় পাবেন।
  • পুরনো ফোন এক্সচেঞ্জ করলে নন-Vivo/iQOO ফোনের ক্ষেত্রে ₹3,000 এবং Vivo/iQOO ফোনের ক্ষেত্রে ₹5,000 এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
  • এই ফোনটি কেনার জন্য 9 মাসের নো কস্ট EMI অপশন পাওয়া যাবে।
  • iQOO 13 ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা এবং 16GB + 512GB ভেরিয়েন্টের দাম 59,999 টাকা রাখা হয়েছে।
  • অফার সহ iQOO 13 ফোনের এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 51,999 টাকা এবং 56,999 টাকা।
  • এই ফোনটি Legend (BMW পার্টনারশিপ) এবং Nardo Grey কালার অপশনে সেল করা হবে।

iQOO 13 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO 13 ফোনে 3168 X 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। 8T LTPO প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 1800nits ব্রাইটনেস, 510PPI পিক্সেল ডেনসিটি ও 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO 13 ফোনে 3nm ফেব্রিকেশন এবং 64bit আর্কিটেকচারে তৈরি Qualcomm Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই Orion CPU প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO 13 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Samsung S5KJN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony IMX816 টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
    দুর্দান্ত ফটোগ্রাফি এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 2.0 Algorithm সেট করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 13 ফোনে silicon anode টেকনোলজিতে তৈরি 6,150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: iQOO 13 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং OriginOS 5 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 বছর Android আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
  • অন্যান্য ফিচার: iQOO 13 ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং রয়েছে। এই ফোনে বিভিন্ন AI Features রয়েছে, যার সাহায্যে ফটোয় দারুণ এফেক্ট দেওয়া যাবে। এছাড়াও এই ফোনে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C পোর্ট, Wi-Fi 7 এবং NFC এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here