iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র লঞ্চিঙের আগেই লিক হয়ে গেল ক‍্যামেরা স্পেসিফিকেশন্স

iQOO চিনে নিজের আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনটি‌কে আগামী 5 জানুয়ারি লঞ্চ করতে চলেছে। এই দুটি স্মার্টফোনকে কোম্পানি ভারতে আগামী মাসের মধ্যে লঞ্চ করতে পারে। এখন iQOO এর আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে‌র সম্পর্কে অনলাইনে Weibo পোস্টের মাধ্যমে তথ্য শেয়ার করা হয়েছে। উইবোতে শেয়ার করা পোস্টারের মাধ্যমে iQOO 9 এবং 9 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের সম্পর্কিত তথ্য জানা গেছে। এই আর্টিকেলে iQOO 9 সিরিজের ক‍্যামেরা স্পেসিফিকেশন্স সহ অন‍্যান‍্য ফিচারের সম্পর্কে জানানো হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 9RT স্মার্টফোন এবং OnePlus Buds Z2 ইয়ারবাডস, কনফার্ম করল কোম্পানি

iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা স্পেসিফিকেশন্স

iQOO 9 সিরিজে স‍্যামসাং এর 50MP GN5 ক‍্যামেরা সেন্সর গিম্বেল স্টেবেলাইজেশানের সাথে আসতে চলেছে। Weibo তে শেয়ার করা পোস্টারের অনুযায়ী iQOO 9 Pro স্মার্টফোনে আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হবে, এবং এই লেন্সটি 150 ডিগ্রী‌র ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে। এর সাথেই iQOO 9 মডেলে 50MP Samsung GN5 প্রাইমারি ক‍্যামেরা, 13MP আল্ট্রা ক‍্যামেরা (130 ডিগ্রী ফিল্ড অফ ভিউ) এবং 12MP Sony IMX663 টেলিফোটো ক‍্যামেরা সেন্সর থাকতে পারে।

iQOO আর‌ও একটি Weibo পোস্টে জানিয়েছে যে আপকামিং iQOO 9 Pro স্মার্টফোনে 120W GaN চার্জার দেওয়া হবে। এর আগে লিক রিপোর্ট গুলি থেকে জানা গেছে যে iQOO 9 সিরিজে 4,700mAh এর ব‍্যাটারি দেওয়া হবে। এর সাথেই iQOO 9 Pro স্মার্টফোনে আল্ট্রা সোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হবে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হল Vivo এর সস্তা ফোন, জেনে নিন এই ফোনটি‌র স্পেসিফিকেশন

iQOO 9 সিরিজের স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 CPU চিপসেট দেওয়া যেতে পারে। সফ্টওয়্যার ফ্রন্টের কথা বলা হলে iQOO 9 সিরিজের স্মার্টফোনে Android 12 প্রি ইন্সটল করে দেওয়া হবে। এর সাথেই iQOO 9 Pro স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনে AMOLED LTPO ডিসপ্লে দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here