66W Flash Charge টেকনোলজি যুক্ত 12GB RAM এবং Snapdragon 888 প্রসেসর সহ লঞ্চ হল iQOO Neo 5S স্মার্টফোন

iQOO আজকে টেক মঞ্চে নিজের টেকনোলজি‌র প্রদর্শন করে দুটি নতুন স্মার্টফোনে‌র লঞ্চ করেছে। এই দুটি মোবাইল ফোনকে iQOO Neo 5S এবং iQOO Neo 5 SE নামের সাথে আইকিউ নিও 5 সিরিজের সাথে মার্কেটে আনা হয়েছে। কোম্পানি আইকুর এই ফোন গুলিকে আপাতত চাইনিজ বাজারে লঞ্চ করেছে, আশা করা হচ্ছে আগামী দিনে এই স্মার্টফোন গুলি বিশ্বের অন‍্যান‍্য বাজারেও প্রবেশ করতে পারে। এই আর্টিকেলের মাধ্যমে 12GB RAM, Snapdragon 888 চিপসেট এবং 66W Flash Charge টেকনোলজি যুক্ত আইকিউ নিও 5 এসের সম্পূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: চার্জিঙের সময়ে Electric Scooter এর বিস্ফোরণে নিহত একজন

iQOO Neo 5S এর স্পেসিফিকেশন্স

আইকিউ নিয়ো 5 এস ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে 20:9 আস্পেক্ট রেশিও যুক্ত 2400×1080 পিক্সেল রেজল্যুশনের 6.62 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে। iQOO Neo 5S এর স্ক্রিনটি 120 হার্টস রিফ্রেশরেট এবং 300 হার্টস টাচ স‍্যাম্পলিঙ রেটে কাজ করতে সক্ষম। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 91.4 শতাংশ এবং স্মার্টফোনটি‌র ডিসপ্লে 16.7 এম কালার, 397 পিপিআই এবং 6000000:1 কন্ট্রাস্ট রেশিও যুক্ত।

iQOO Neo5S ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করা হয়েছে, যা অরিজন ওএস ওশিয়ানের সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.84 গীগাহার্টস ক্লক স্পীডে‌র অক্টাকোর প্রসেসর সহ 5 এন‌এম টেকনোলজি‌তছ তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য আইকিউয়ের এই নতুন ফোনে অ্যাড্রিনো 660 জিপিইউ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি‌তে কাজ করে।

আরও পড়ুন: Facebook অ্যাপে প্রতিনিয়ত চলছে Banned Content, ডিলিট করতে দেরি হ‌ওয়ায় সরকার ফাইন করল 17 মিলিয়ন!

ফোটোগ্রাফির জন্য আইকিউ নিও 5 এস স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.79 অ্যাপার্চার যুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এর সাথেই এফ/2.2 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চার যুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

iQOO Neo5S একটি ডুয়াল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটি‌র জন্য যেখানে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া, আবার এর সাথেই আইকিউ মোবাইল‌টি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আইকিউ নিও 5এস ফোনে 66 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 4,500 এম‌এএইচের বড়ো ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: BSNL এর এই প্ল‍্যানগুলিতে পাওয়া যাবে প্রচুর পরিমাণ ডেটার পাশাপাশি দারুণ স্পীড, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

iQOO Neo 5S এর দাম

আইকিউ নিজের এই স্মার্টফোনটি‌কে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। iQOO Neo 5S এর বেস ভেরিয়েন্টটি 8GB RAM + 128GB Storage সাপোর্ট করে। এর সাথেই দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB RAM সহ 256GB Storage এবং সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে 12GB RAM সহ 256GB Storage দেওয়া হয়েছে। চিনে এই ফোনটিকে Night Space, Sunset Canyon এবং Orange Light কালারে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here