120W Charging এবং 12GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO Neo 7 স্মার্টফোন, স্মুথ চলবে হেভি গেম

Highlights

  • গেমিং ফোন হিসাবে ভারতে লঞ্চ হল iQOO Neo 7 স্মার্টফোন।
  • 12GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 8200 চিপসেটে কাজ করে এই ফোনটি।
  • এছাড়াও এই ফোনে আছে 120W fast charging এবং 64MP Camera এর মতো উল্লেখযোগ্য ফিচার।

আইকু আজ ভারতের মার্কেটে তাদের লেটেস্ট স্মার্টফোন হিসাবে iQOO Neo 7 ফোনটি লঞ্চ করেছে। এই দুর্দান্ত গেমিং ফোনে 12GB RAM এবং MediaTek Dimensity 8200 চিপসেট ছাড়াও বেশ কিছু শক্তিশালী ফিচার রয়েছে। কোম্পানি এই ফোনে 120W fast charging এবং 64MP Camera যোগ করেছে। নিচে iQOO Neo 7 ফোনটির ভারতীয় দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 1 লাখ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক, 24500 কোটি টাকার equipment পাবে BSNL

iQOO Neo 7 এর দাম

ভারতের বাজারে iQOO Neo 7 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং বড় ভেরিয়েন্টে 12GB RAM ও 256GB মেমরি রয়েছে। কোম্পানি ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 29,999 টাকা এবং 12GB RAM ভেরিয়েন্ট 33,999 টাকা দামে পেশ করেছে। ফোনটি কেনার সময় HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে কোম্পানির পক্ষ থেকে 1500 টাকা ছাড় দেওয়া হচ্ছে যার ফলে ফোনটি কেনার সময় উভয় ভেরিয়েন্টের জন্য যথাক্রমে 28,499 টাকা এবং 32,499 টাকা খরচ করতে হবে।

iQOO Neo 7 এর স্পেসিফিকেশন

  • 6.78″ AMOLED 120Hz Display
  • 12GB RAM + 256GB Storage
  • MediaTek Dimensity 8200
  • 64MP Triple Camera
  • 120W fast charging
  • 5,000mAh Battery

iQOO Neo 7 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 300 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিনটি 1300 নিটস ব্রাইটনেস এবং 388 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে যা 2ডি গ্লাস দিয়ে প্রোটেক্টেড। আরও পড়ুন: দেখে নিন Xiaomi 13 এর প্রথম লুক, লঞ্চের আগেই জেনে নিন স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য iQOO Neo 7 ফোনে 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 8200 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে Large Vapor Chamber + multi-layer graphite 3D cooling সিস্টেম টেকনোলজি যোগ করা হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Arm Mali-G610 GPU রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সাপোর্টেড এবং f/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Amazon থেকে অর্ডার করা হয় 12 হাজার টাকার প্রোডাক্ট, বাক্স থেকে বেরালো চাট মশলার প্যাকেট

iQOO Neo 7 ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 4G এবং 5G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here