লিক হল ভারতে iQOO Neo 7 Pro এর ল্মচ ডেট এবং স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 20 জুনের আগে-পরে হতে পারে লঞ্চ।
  • এই ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেটে রান করতে পারে।
  • এতে 12GB পর্যন্ত RAM থাকতে পারে।

iQOO ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে এবং এই বিষয়ে ব্র্যান্ডের হেড নিপুণ মৌর্য টিজ করেছিলেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে নতুন লিকের মাধ্যমে এই ফোনের নাম, লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লিক অনুযায়ী খুব তাড়াতাড়ি ভারতে iQOO Neo 7 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার সহজ পদ্ধতি

iQOO Neo 7 Pro এর ভারতে লঞ্চ ডেট (লিক)

বিখ্যাত টিপস্টার অভিষেক যাদব iQOO Neo 7 Pro সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন। এখনও পর্যন্ত এই ফোনের কোন নিশ্চিত লঞ্চ ডেট সামনে আসেনি তবে লিক অনুযায়ী 20 জুনের কাছাকাছি কোন একটি দিন ভারতে iQOO Neo 7 Pro লঞ্চ করা হতে পারে। এই আপকামিং ফোনটি গত মাসে চীনে লঞ্চ করা iQOO Neo 8 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

iQOO Neo 7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে – iQOO Neo 7 Pro তে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনটি 1260 x 2800 পিক্সেল রেজলিউশণ, 20:9 আসপেক্ট রেশিও, 144Hz রিফ্রেশরেট এবং 1,300 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।
  • প্রসেসর – এই আপকামিং আইকু ডিভাইসে Snapdragon 8+ Gen 1 চিপসেটে দেওয়া হতে পারে।
  • স্টোরেজ – এতে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি – iQOO Neo 7 Pro তে 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা – এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেক্সলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • OS – এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • সিকিউরিটি – সিকিউরিটি এবং স্ক্রিন আনলকের জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here