ভারতে লঞ্চের আগেই লিক হল iQOO Neo 7 Pro ফোনের দাম, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • 20 জুন মার্কেটে লঞ্চ হতে পারে Neo 7 Pro স্মার্টফোন।
  • এই ফোনটিতে 16GB পর্যন্ত RAM থাকতে পারে।
  • ভারতে এই ফোনটির দাম 42,000 টাকার মধ্যে হতে পারে।

iQOO ভারতে একটি নতুন Neo সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বর্তমানে কোম্পানির তরফে এই ডিভাইসটির সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি তবে লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি iQOO Neo 7 Pro হতে পারে। ডিভাইসটির নামের সাথে ফোনের স্পেসিফিকেশন আগেই লিক হয়েছিল। এবার ফোনের দাম সম্পর্কিত লিকও সামনে এসেছে। এই পোস্টে আপনাদের লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই আসবে TRAI-এর নতুন নিয়ম, আরও ভাল হবে 5G নেটওয়ার্ক

iQOO Neo 7 Pro ফোনের দাম

টিপস্টার Paras Guglani সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে iQOO Neo সিরিজের স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। টিপস্টারের মতে iQOO Neo 7 Pro ফোনটি ভারতে 38,000 টাকা থেকে 42,000 টাকা দামে লঞ্চ হতে পারে। আগামী 20 জুন ফোনটি মার্কেটে আসবে। অনুমান করা হচ্ছে যে এই ডিভাইসটি শুধুমাত্র Black কালার অপশনেই সেলের জন্য পাওয়া যাবে।

iQOO Neo 7 Pro ফোনের স্টোরেজ অপশন (লিক)

টিপস্টার জানিয়েছেন যে কোম্পানি ফোনটিতে 16GB পর্যন্ত RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ অপশনে রাখতে পারে। যদিও উল্লেখ করা দামটি বেস মডেলের নাকি টপ মডেলের সেটা এখনও জানা যায়নি। এছাড়াও সম্প্রতি আরেকজন টিপস্টার অভিষেক যাদব এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন, যার ডিটেইলস নীচে দেওয়া হল। আরও পড়ুন: OnePlus Nord 3 5G এর দাম এবং স্পেসিফিকেশন কেমন হতে পারে? লঞ্চের আগে দেখে নিন লিক

iQOO Neo 7 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী iQOO Neo 7 Pro ফোনে একটি 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি 144Hz রিফ্রেশরেট, 1,300 নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস, 1260 x 2800 পিক্সেল রেজলিউশন এবং 20:9 অ্যাস্পেক্ট রেশিও সহ লঞ্চ হতে পারে।
  • প্রসেসর: এই নতুন মোবাইল ফোনটিতে Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে।
  • স্টোরেজ: এই ডিভাইসটিতে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি: এই ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • ক্যামেরা: Neo 7 Pro ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।এই ফোনে OIS সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 2MP ডেপথ ক্যামেরা দেখা যেতে পারে। সেলফির জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • OS: এই আসন্ন ফোনটি Android 13 এ রান করবে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে সিকিউরিটির জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ব্লুটুথ, WiFi, ইত্যাদি ফিচারগুলি থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here