OnePlus Nord 3 5G এর দাম এবং স্পেসিফিকেশন কেমন হতে পারে? লঞ্চের আগে দেখে নিন লিক

Highlights

  • জুন মাসেই লঞ্চ হতে পারে এই ফোনটি।
  • এতে 16GB RAM দেওয়া হতে পারে।
  • এই ফোনে 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে।

OnePlus Nord 3 5G এর জন্য ফ্যানদের অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। একদিকে যেমন কোম্পানি এই ফোনের লঞ্চ সম্পর্কে মুখ বুজে বসে রয়েছে তেমনই মার্কেটে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে লিক এবং গসিপ ক্রমশ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। এই পোস্টে OnePlus Nord 3 5G এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া লিক সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ইউজারের হাতের মুঠোয় চলে আসবে এইসব ছোট ফোন, দেখে নিন সবচেয়ে ছোট ফোনগুলির তালিকা

OnePlus Nord 3 5G এর দাম (লিক)

সম্প্রতি OnePlus Nord 3 5G এর দাম সম্পর্কে একটি লিক পাওয়া গেছে। টিপস্টার যোগেশ বড়ার এই লিক শেয়ার করেছিলেন। লিকে বলা হয়েছে এই ফোনটি ভারতের বাজারে 30 হাজার টাকা বাজেটে লঞ্চ করা হতে পারে। ফোনটির প্রাথমিক দাম 30,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে। অন্য একটি লিকে বলা হয়েছে ফোনটির টপ ভেরিয়েন্টের দাম 40 হাজার টাকার কাছাকাছি হতে পারে।

OnePlus Nord 3 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.74″ 1.5K AMOLED
  • 80W 5,000mAh battery
  • 16GB RAM+512GB Storage
  • MediaTek Dimensity 9000
  • 50MP Rear+16MP selfie Camera

স্ক্রিন – OnePlus Nord 3 5G তে 6.74 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। আরও পড়ুন: ভারতে এই মাসে লঞ্চ হবে 16GB র‍্যাম সহ Itel S23 স্মার্টফোন, জেনে নিন দাম

প্রসেসর – এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেনওএস 13 থাকতে পারে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 অক্টাকোর চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।

ভেরিয়েন্ট – লিক অনুযায়ী OnePlus Nord 3 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 12GB RAM এবং 16GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে 512জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। আরও পড়ুন: আরও সস্তা হল Vivo Y16 স্মার্টফোন, প্রাইস কাট করেছে কোম্পানি, জেনে নিন নতুন দাম

ক্যামেরা – এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও 2 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেন্সর থাকবে। OnePlus Nord 3 5G তে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি – লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 3 5G তে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে। আরও পড়ুন: GB WhatsApp কি? ইউজারদের জন্য কতটা সুরক্ষিত এই অ্যাপ? জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here