AnTuTu-তে লিক হল iQOO Neo 8 Pro এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Highlights

  • আগামী মাসে চীনে লঞ্চ হতে পারে iQOO Neo 8 Pro।
  • AnTuTu বেঞ্চমার্কিং সাইটে দেখা গেল এই আপকামিং স্মার্টফোন।
  • iQOO Neo 8 Pro ফোনে MediaTek Dimensity 9200+ চিপসেট দেওয়া হতে পারে।

আগামী মে মাসে চীনে iQOO Neo 8 Pro লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এবার ফোনটি অফিসিয়াল হওয়ার আগেই বেঞ্চমার্কিং সাইট AnTuTu তে দেখা গেল। ওয়েবসাইটে ফোনটি V2302A মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। টিপস্টার অভিষেক যাদব সবার আগে এই লিস্টিং লক্ষ করেছেন। জানিয়ে রাখি এর আগেও এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। আরও পড়ুন: ভিভো নিয়ে এসেছে ভাঁজ হওয়া স্মার্টফোন Vivo X Flip, ওয়ালেটের থেকেও ছোট এর সাইজ

iQOO Neo 8 Pro এর AnTuTu লিস্টিং

  • AnTuTu লিস্টিং অনুযায়ী iQOO Neo 8 Pro ফোনটির মডেল নাম্বার V2302A। বেঞ্চমার্কিং সাইটে ফোনটি 13,68,597 পয়েন্ট পেয়েছে।
  • আশা করা হচ্ছে আগামী মাসে এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি iQOO Neo 8 Pro এর লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।
  • লিস্টিং থেকে আরও জানা গেছে iQOO Neo 8 Pro ফোনটি MediaTek Dimensity 9200+ চিপসেটে রান করবে। এটি বর্তমান Dimensity 9200 চিপসেটের চেয়েও অ্যাডভান্স বলে জানানো হয়েছে।
  • এই ফোনে কমপক্ষে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

পাওয়া গেছে এক্সক্লুসিভ তথ্য

কিছু দিন আগে আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছিলাম এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এর সঙ্গেই Neo 8 এ 80W এবং Pro মডেলে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। আমরা আগেই জানতে পেরেছিলাম এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 সিরিজের প্রসেসর যোগ করা হবে। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Realme 11 5G স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন ডিটেইলস

আইকুর এই আপকামিং ফোন সম্পর্কে পারস গুগলানী আমাদের জানিয়েছিলেন iQOO Neo 8 ফোনটির মডেল নাম্বার V2301A (চায়না) এবং iQOO Neo 8 Pro এর মডেল নাম্বার V2302A (চায়না) হবে। কোম্পানির এই আপকামিং ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত AMOLED ডিসপ্লে থাকবে বলেও জানা গিয়েছিল।

iQOO Neo 8 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Neo 8 Pro তে 1.5K রেজলিউশন সাপোর্টেড এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে।
  • চিপসেট: এই আপকামিং ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেন্সরটি 1/1.5-ইঞ্চির হতে পারে। অন্য দুটি সেন্সর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স হতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা কোন তথ্য পাইনি।
  • RAM এবং স্টোরেজ: এই ফোনে নিশ্চিত 16GB RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হবে। তবে শোনা যাচ্ছে এই ফোনটি 128GB এবং 256GB স্টোরেজসহ 8GB এবং 12GB RAM অপশন পেশ করা হতে পারে।
  • ব্যাটারি: iQOO Neo 8 Pro তে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়।
  • অপারেটিং সিস্টেম: এই আপকামিং ফোনটিতে Android 13 প্রি ইনস্টল পাওয়া যাবে। এছাড়া ফোনটি চীনে অরিজিন ওএস 3 লেয়ার এবং গ্লোবাল মার্কেটে ফানটাচ ওএস 13 স্কিনের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here