10,000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM এর সঙ্গে লঞ্চ হল iQOO Pad, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • চীনে iQOO লঞ্চ করল নতুন ট্যাবলেট।
  • এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং বড় ডিসপ্লে।
  • লেটেস্ট iQOO Pad চারটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

চাইনিজ টেক ব্র্যান্ড আইকু চীনের মার্কেটে iQOO Neo 8 সিরিজের সঙ্গে নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে iQOO Pad ডিভাইসটিতে 12.1-ইঞ্চির ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট এবং 2.8K রেজলিউশন যোগ করা হয়েছে। এছাড়াও এই ট্যাবলেটে মিডিয়াটেক চিপসেট, 10,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার আছে। এই পোস্টে লেটেস্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 999 টাকায় পাওয়া যাচ্ছে 32-ইঞ্চি টিভি, 6টি OTT অ্যাপ এবং 300টি টিভি চ্যানেলের সুবিধা! জেনে নিন অফার ডিটেইলস

iQOO Pad এর দাম এবং সেল

মার্কেটে iQOO Pad চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ট্যাবলেটের বেস ভেরিয়েন্টটি 8GB+128GB সহ CNY 2599 (প্রায় 30,520 টাকা), দ্বিতীয় ভেরিয়েন্ট 8GB+256GB সহ CNY 2899 (প্রায় 34,045 টাকা), তৃতীয় ভেরিয়েন্ট 12GB+256GB সহ CNY 3199 (প্রায় 37,565 টাকা) এবং 12GB+512GB সহ সবচেয়ে বড় ভেরিয়েন্ট CNY 3499 (প্রায় 41,090 টাকা) দামে পেশ করা হয়েছে। চীনে iQOO Pad এর প্রিবুকিং আজ থেকেই শুরু হয়ে গেছে এবং আগামী 31 মে থেকে এই ডিভাইসের সেল শুরু হবে।

iQOO Pad এর স্পেসিফিকেশন

ডিসপ্লে : এই লেটেস্ট আইকু ট্যাবলেটে 12-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিনটি 144Hz রিফ্রেশরেট, 2.8K রেজলিউশন, 600 নিটস ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট করে।

ক্যামেরা : এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13MP+2MP ক্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

চিপসেট : এই ডিভাইসটি MediaTek Dimensity 9000+ চিপসেটে রান করে। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO K11x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

RAM এবং স্টোরেজ : লেটেস্ট আইকু ট্যাবলেটের চারটি ভেরিয়েন্টে যথাক্রমে 8GB RAM +128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরে এবং 12GB RAM + 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম : iQOO Pad মার্কেটে Android 13 এবং কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস OriginOS 3 এর সঙ্গে পেশ করা হয়েছে।

ব্যাটারি : এই ট্যাবলেটে কোম্পানি 10,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করেছে। আরও পড়ুন: লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+

কানেক্টিভিটি : এতে কানেক্টিভিটি ফিচার হিসাবে Bluetooth v5.3, NFC, USB Type-C পোর্ট এবং স্পিকার দেওয়া হয়েছে।

কালার : এই ট্যাবলেটটি ইন্টারস্টেলার গ্রে কালারে পেশ করা হয়েছে।

iQOO Pad এর প্রতিদ্বন্দ্বী

লেটেস্ট iQOO Pad ট্যাবলেটটি বেশ কিছু সুন্দর ফিচারের সঙ্গে পেশ করা হয়েছে। তবে এই ট্যাবলেটের অনেক ফিচারই সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus ট্যাবলেটের মতো। মার্কেটে উপস্থিত Xiaomi Pad 5, Realme Pad X, OnePlus Pad, এবং Samsung Galaxy Tab S6 Lite ডিভাইসগুলি iQOO Pad কে বেশ চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু দিন আগে লঞ্চ করা গুগলের 10.95-ইঞ্চির ডিসপ্লেসহ পিক্সেল ট্যাবও কোন অংশে পিছিয়ে নেই। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্টসহ চীনে লঞ্চ হল iQOO Neo 8 সিরিজ, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here